রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫
‘সবুজ উৎপাদনে অগ্রগতি, বিদ্যুৎ খরচ ও কার্বন নিঃসরণ কমবে’
গাজীপুরে সোলার প্ল্যান্ট স্থাপন করলো সিল্কেন সুইং লিমিটেড
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম
গাজীপুরের বানিয়ারচালা এলাকায় রপ্তানিমুখী পোশাক প্রতিষ্ঠান সিল্কেন সুইং লিমিটেড এ স্থাপিত হলো আধুনিক ৮৮৩.২০ কিলোওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সোলার পাওয়ার প্ল্যান্ট।  

শনিবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন সিল্কেন সুইং লিমিটেডের পরিচালক বাসমাহ তাসনিম হক, গ্লোবাল রিনিউয়েবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আইয়ুব এবং সিল্কেন সুইং এর জেনারেল ম্যানেজার আহসান হাবীব।

প্রকল্পটির ইপিসি বাস্তবায়ন করেছে গ্লোবাল রিনিউয়েবল এনার্জি লিমিটেড। এতে ব্যবহৃত হয়েছে চীনা লনজি ব্র্যান্ডের সোলার প্যানেল এবং হুয়াওয়েই ইনভার্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উদ্যোগ পোশাক শিল্পে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে জ্বালানি খরচ কমার পাশাপাশি কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ দিনের বেলা প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। আর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

গ্লোবাল রিনিউয়েবল এনার্জি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. আমানুল ইসলাম (আকম) জানান, এই প্রকল্প শুধু একটি শিল্প প্রতিষ্ঠানের জ্বালানি সাশ্রয়ের উদাহরণ নয়, বরং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রারও প্রতীক।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে : আলী রীয়াজ
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি
ঢাকার মতো চট্টগ্রামেও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি সাংবাদিক আবরারের বিরুদ্ধে অভিযোগ, দু’টি শাস্তির সিদ্ধান্ত
এসএইচকেএসসি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত
গাজীপুরে সোলার প্ল্যান্ট স্থাপন করলো সিল্কেন সুইং লিমিটেড
সাত মাসে হামলার শিকার ৩৬৮ পুলিশ সদস্য
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft