প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম

গাজীপুরের বানিয়ারচালা এলাকায় রপ্তানিমুখী পোশাক প্রতিষ্ঠান সিল্কেন সুইং লিমিটেড এ স্থাপিত হলো আধুনিক ৮৮৩.২০ কিলোওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন সোলার পাওয়ার প্ল্যান্ট।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন সিল্কেন সুইং লিমিটেডের পরিচালক বাসমাহ তাসনিম হক, গ্লোবাল রিনিউয়েবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আইয়ুব এবং সিল্কেন সুইং এর জেনারেল ম্যানেজার আহসান হাবীব।
প্রকল্পটির ইপিসি বাস্তবায়ন করেছে গ্লোবাল রিনিউয়েবল এনার্জি লিমিটেড। এতে ব্যবহৃত হয়েছে চীনা লনজি ব্র্যান্ডের সোলার প্যানেল এবং হুয়াওয়েই ইনভার্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উদ্যোগ পোশাক শিল্পে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে জ্বালানি খরচ কমার পাশাপাশি কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ দিনের বেলা প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। আর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
গ্লোবাল রিনিউয়েবল এনার্জি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. আমানুল ইসলাম (আকম) জানান, এই প্রকল্প শুধু একটি শিল্প প্রতিষ্ঠানের জ্বালানি সাশ্রয়ের উদাহরণ নয়, বরং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রারও প্রতীক।
আজকালের খবর/ওআর