বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রাইম ইউনিভার্সিটিতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম
প্রাইম ইউনিভার্সিটিতে 'ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইনোভেশন হাব অব প্রাইম ইউনিভার্সিটির (IHPU) উদ্যোগে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ক্লাবের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সেমিনারটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মো. রাকিব।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মো. আবদুর রহিম, কনভেনার, CSE ক্লাব, প্রাইম ইউনিভার্সিটি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবদুর রহমান, ভারপ্রাপ্ত উপাচার্য, প্রাইম ইউনিভার্সিটি। তিনি তার উদ্বুদ্ধকর বক্তব্যে বলেন, ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম শিক্ষার্থীদের মধ্যে গবেষণার মান উন্নয়ন, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জোগাবে। এটি চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রকল্প পরিচালক, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকো-সিস্টেম ডেভেলপমেন্ট (DEIED) প্রকল্প, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA)। তিনি তার বক্তব্যে ইনোভেশন-নির্ভর উন্নয়নের সম্ভাবনা ও এর বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইঞ্জি. মো. রশিদুল হাসান, কনভেনার, ইনোভেশন হাব অব প্রাইম ইউনিভার্সিটি এবং ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং। তিনি বলেন, বর্তমান যুগে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত সমস্যা সমাধানে সক্ষমতা তৈরি করা। ইনোভেশন হাব এই লক্ষ্য পূরণে একটি কার্যকর প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-প্রফেসর ড. মমতাজ বেগম মমো অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, প্রফেসর ড. কাজী আবু তাহের, অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগ, ক্যাপ্টেন এম এ জাব্বার, বিএন (অব.), রেজিস্ট্রার, প্রাইম ইউনিভার্সিটি, মো. ইফতেখার আলম, নিয়ন্ত্রক (পরীক্ষা), প্রাইম ইউনিভার্সিটি।

সেমিনারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কর্নেল মো. শিহাবুল ইসলাম (অবঃ), সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। তিনি উপস্থিত সকল অতিথি, আলোচক, শিক্ষার্থী ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা দেন।

অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন প্রভাষক মো. আতিকুর রহমান, যিনি পুরো অনুষ্ঠান জুড়ে সুশৃঙ্খলতা ও পেশাদারিত্ব বজায় রাখেন।

এই সেমিনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকাশ ও উদ্যোক্তা হবার পথকে সুগম করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা
চাইলাম ভাত খাইলাম বুলেট: শ্রমিক হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
রিজার্ভ আরো বেড়েছে
রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চার দফা দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি, সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি
দেবীদ্বারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
বরগুনায় সাবেক সভাপতি ও জিপিসহ ১২ আইনজীবী কারাগারে
প্রাইম ইউনিভার্সিটিতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft