প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার থেকে আন্তর্জাতিক মানের হসপিটালিটি ও ট্যুরিজম প্রশিক্ষণ পাবেন দেশের অন্যতম বিলাসবহুল হোটেল শেরাটন ও ওয়েস্টিনে। এই লক্ষ্যে গতকাল (১ সেপ্টেম্বর) রাজধানীর পাঁচ তারকা শেরাটন হোটেলে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট-যা ঢাকার শেরাটন ও ওয়েস্টিন হোটেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রি ভিজিট এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হসপিটালিটি ও ট্যুরিজম সেক্টরে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষা শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রির সঙ্গে সংযুক্ত করে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। দেশের বেকারত্ব সমস্যা সমাধানে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সময়ের দাবি।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ট্যুরিজম ও হসপিটালিটি খাতে চাহিদা বাড়ছে। এই খাতে প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েটরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের সাথে কাজ করতে পারবেন, এমনকি উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রযুক্তিগত দক্ষতা ও সেবা প্রদানের মান নিশ্চিত করতে হলে সময়োপযোগী প্রশিক্ষণ অপরিহার্য। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো: আবুদ্দারদা, জনসংযোগ দপ্তরের মিডিয়া অ্যাডভাইজার গৌতম বড়ুয়া, ইন্টারন্যাশনাল ডেস্কের ভারপ্রাপ্ত পরিচালক রাজ বিন কাসেম এবং বিজনেস স্টাডিজ গ্রুপের একাডেমিক কমিটির চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলামসহ ইউনিক হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজকালের খবর/বিএস