বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুরে উচ্ছেদ অভিযানে সরকারি কর্মকর্তাকে অপদস্ত
দালাল ও দখলদারদের হামলায় অভিযান স্থগিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৮ পিএম
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক সরকারি কর্মকর্তা। অভিযানের সময় এক নারী প্রকাশ্যে তাকে জুতা দিয়ে পেটান। ঘটনায় হামলাকারীদের দায়ী করা হচ্ছে স্থানীয় দালালচক্র ও দখলদারদের, যাদের মদদ ছিল কিছু নামধারী গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকেও।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশে সওজ বিভাগের একটি উচ্ছেদ অভিযান শুরু হয়। উদ্দেশ্য ছিল-ফুটপাথ ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, স্থাপনা, কাঠামো উচ্ছেদ করা, যা জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই একদল দখলদার ও তাদের পক্ষে অবস্থান নেওয়া কিছু দালাল শ্রেণির লোকজন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ শুরু করে।

সেই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা এক সরকারি কর্মকর্তাকে ঘিরে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারী প্রকাশ্যে তাকে জুতা দিয়ে আঘাত করছেন, আশপাশে থাকা অন্যদের কেউ কেউ হুমকি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ছে।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। অভিযোগ উঠেছে, আগের রাত থেকেই কয়েকজন ‘নামধারী’ গণমাধ্যমকর্মী স্থানীয় দখলদারদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। অভিযান চলাকালীন সময়েও তারা উচ্ছেদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক বলেন, আমরা এসেছিলাম উচ্ছেদ অভিযান কাভার করতে। কিন্তু দেখি কিছু তথাকথিত গণমাধ্যমকর্মী দখলদারদের পক্ষ নিয়ে মাঠে নেমেছে। তারা যেন উচ্ছেদ ঠেকাতে এসেছেন। এটা হতাশাজনক।
এই সহিংস ঘটনার পর সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। ফলে যেসব অবৈধ স্থাপনার উচ্ছেদ এখনও বাকি ছিল, সেগুলো থেকে দখলদাররা আরও সাহস পেয়ে যায়। জানা গেছে, ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সওজ কর্মকর্তারা হস্তক্ষেপ না করে নিজ নিজ নিরাপত্তার জন্য পিছু হটেন।

এক কর্মকর্তা জানান, আমরা আইন অনুযায়ী কাজ করছি। কিন্তু প্রকাশ্যে আমাদের ওপর হামলা হবে, এটা কল্পনাও করিনি। প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

সাধারণ মানুষের অভিযোগ, সড়কের ফুটপাত তো বটেই, এমনকি ফুটওভার ব্রিজের সিঁড়িগুলোকেও দখল করে দোকান বসানো হয়েছে। হাঁটার জায়গা নেই, নিরাপদে রাস্তা পার হওয়া যেন যুদ্ধের সমান। একজন পথচারী বলেন, ফুটওভার ব্রিজ খুঁজে পাওয়াটাই এখন কষ্ট। আর পেলেও দেখবেন সিঁড়ি পর্যন্ত দখল করে ব্যবসা চলছে। 
ঘটনার পর সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা মনে করছেন, প্রশাসন ও সওজ বিভাগকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। শুধু উচ্ছেদ অভিযান চালিয়ে থেমে গেলে হবে না, দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, আইনগত ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদার করা জরুরি।

বিশ্লেষকরা বলছেন, সত্য কখনো অন্যায়ের কাছে হারতে পারে না। যারা রাষ্ট্রের সম্পদ দখল করে নিজের লাভ করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের উচিত সুপরিকল্পিত, শক্তিশালী ও ধারাবাহিক অভিযান চালানো।
এদিকে সর্বশেষ তথ্য-অভিযানে আহত সরকারি কর্মকর্তার চিকিৎসা চলছে। অভিযানে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সওজর কর্মকর্তারা । সড়ক ও জনপথ বিভাগ শিগগিরই পুনরায় বড় পরিসরে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিচ্ছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় রাতের আঁধারে ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক
নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা
চাইলাম ভাত খাইলাম বুলেট: শ্রমিক হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
রিজার্ভ আরো বেড়েছে
রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চার দফা দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি, সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি
দেবীদ্বারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
বরগুনায় সাবেক সভাপতি ও জিপিসহ ১২ আইনজীবী কারাগারে
প্রাইম ইউনিভার্সিটিতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft