বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫
৪টি ড্রেজার ও ৫টি বাল্কহেড জব্দ
আশুগঞ্জে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদন্ড
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৪টি ড্রেজার ও ৫টি বাল্কহেড জব্দ করা হয়। তবে এসময় জব্দকৃত একটি ড্রেজার বালু উত্তোলনকারীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরবের আবদুর রশীদের ছেলে আহমদ আলী ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শাহজাহান মিয়ার ছেলে আমজাদ হোসেন।

উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট রাফে মোহাম্মদ ছড়া মঙ্গলবার সকালে মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

জব্দকৃত ড্রেজারগুলো হচ্ছে মায়ের দোয়া লোড ড্রেজার-১, মায়ের দোয়া লোড ড্রেজার-২, মৌসুমী ড্রেজার, সুমন এন্টারপ্রাইজ ড্রেজার। বাল্কহেড গুলো হচ্ছে মেসার্স ফ্রেন্ডশীপ নেভিগেশন, ফজলে রাব্বী, আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ নৌ পরিবহন ও মের্সাস ঢালি এন্টারপ্রাইজ।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী আশুগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট রাফে মোহাম্মদ ছড়া জানান, মেঘনা নদীর ভৈরব প্রান্তে ইজারা নিয়ে নির্ধারিত সীমানার বাইরে এসে আশুগঞ্জ প্রান্তের চর সোনারামপুর এলাকায় গভীর রাত থেকেই একটি চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে। গত বৃহস্পতিবারও ৫টি ড্রেজার জব্দ করা হয়েছিল এবং তাদের বালি উত্তোলন করতে নিষেধ করা হয়ছিল। কিন্তু আবারো চক্রটি প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর রাত থেকে বালি উত্তোলন শুরু করে।

খবর পেয়ে মঙ্গলবাল সকালে ৫টি ড্রেজার ও ৫টি বাল্কহেড জব্দ করা হয় এবং ২জনকে আটক করা হয়। জব্দকৃত ৫টি ড্রেজার ও ৫টি বাল্কহেড তীরে নিয়ে আসার সময় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ছোট ভাই তারেকের নেতৃত্বে একটি চক্র হামলা করে এমবি মরিয়ম নামক একটি ড্রেজার জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আমাদের জোরপূর্বক ভৈরবে দিকে নেয়ার চেষ্টা করে। পরে আমরা দ্রুত স্পীড বোডের মাধ্যমে চলে আসি। এ ঘটনায় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলবে।

অভিযোগ অস্বীকার করে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, বালু মহালের ইজারাদার তার ছোটভাই তানভীর আহমেদ সরকারি বিধি অনুযায়ী ভৈরব অংশের মেঘনা নদীর নির্ধারিত সীমানা থেকেই বালু উত্তোলন করছে। আশুগঞ্জ অংশে যায়নি। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানী করছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় রাতের আঁধারে ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক
নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা
চাইলাম ভাত খাইলাম বুলেট: শ্রমিক হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
রিজার্ভ আরো বেড়েছে
রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চার দফা দাবিতে ডুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি, সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি
দেবীদ্বারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
বরগুনায় সাবেক সভাপতি ও জিপিসহ ১২ আইনজীবী কারাগারে
প্রাইম ইউনিভার্সিটিতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft