বরগুনায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জিপি সহ ১২ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার তারা বরগুনা জেলা জজ আদালতের বিশেষ ট্রাইবুনালে হাজির হতে আসলে তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বরগুনা সদর থানায় করা মামলায় ইতিপূর্বে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ।
জামিন নামঞ্জুর হওয়া আইনজীবীর হলেন বরগুনা জেলা বারের সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, সাবেক জিপি মে. মজিবুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মজিবুল হক কিসলু,জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল রাব্বি,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পল্টু,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল্লা আল মামুন,জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম মিলন,পাথরঘা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আঃরহমান জুয়েল,আমতলী উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বলেন ২০২৩ সালে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে বরগুনা সদর থানার মামলা নং ২৬১/২৫ এ তারা আসামি ছিল। তারা সবাই কমবেশি রাজনীতির সাথে জড়িত ছিল।
আজকালের খবর/ এমকে