প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম

কুমিল্লার দেবীদ্বারে পৌর ভিংলাবাড়ি গ্রামের যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫টায় কুমিল্লা সিলেট আন্ঝলিক মহাসড়কের কোম্পানিগন্জ ব্রীজ সংলগ্নে এ বিক্ষোভ মিছিল করা হয়।
গোমতী মাদক বিরোধী সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি এইচ এম ইমরান হোসাইনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমরান হোসাইন এর সঞ্চালনায় এ বিক্ষোভ ও সমাবেশ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের সভাপতি এইচএম ইমরান হোসেন বলেন, বর্তমান সময়ে এলাকার যুব সমাজকে গ্রাস করেছে মাদক সেবনকারী, তাই সমাজ থেকে ওই মাদক কারবারীদের চিহ্নিত করে গোমতী মাদক বিরোধী সংগঠনের সহযোগিতায় নিয়ে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করা হবে। প্রয়োজনে তাদের বেকারত্ব দূর করার জন্য এ সংগঠনের উদ্যোগে ও এলাকাবাসীর সহায়তায় কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক, এ আর আহমেদ হোসাইন, পৌর বিএনপির নেতা আব্দুর রহিম মাস্টারসহ আরও অনেকে।
এর আগে, ভিংলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‘জেগে ওঠো যুবক, দমন কর মাদক’; ‘তুমি-আমি কি চাই, মাদক মুক্ত সমাজ চাই’ এই শ্লোগানে ভিংলাবাড়ি যুব সমাজের আয়োজনে সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানে আয়োজক আবির হোসেন, এলাকার বিএনপির নেতা মো. আল আমিন প্রমুখ।
আজকালের খবর/ওআর