ফাঁদে পড়ে চট্টগ্রামের তরুণী রোহিঙ্গা ক্যাম্পে, উদ্ধার করলো পিবিআই
আবদুল্লাহ আল আজিজ, উখিয়া
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:১৭ পিএম
চট্টগ্রামের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তিন মাসের অপহরণের পর উদ্ধার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো। গত বুধবার রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালী মোছারখোলার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত আল মামুন আফবিয়া (২০), উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা।

পিবিআই জানায়, ছাত্রী ও আল মামুনের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে, যেখানে আল মামুন নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়েছিলেন।

তথ্য অনুযায়ী, ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে হালিশহর এলাকা থেকে আল মামুন ছাত্রীকে সঙ্গে নিয়ে যান। তার মা ২ জুন আদালতে অপহরণের মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই অনুসন্ধান চালায়।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসআই মো. মহসীন চৌধুরী-পিপিএম বলেন, তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করানো হয়েছে এবং আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে।

ভিকটিম জানিয়েছে, আল মামুন নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। পরে তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিয়ে হয়নি, তবে অভিযুক্ত একাধিকবার তাকে শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করেছিল।

পিবিআই জানিয়েছে, মামলার সব অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
রাজধানীতে জাপা ও জিওপির সংঘর্ষ, সেনা মোতায়েন
দেবীদ্বারে গোমতী মাদক বিরোধী সংগঠনের বিক্ষোভ সমাবেশ
সোনাগাজীর নবাবপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান
কেমন হলো কে-পপ ডেমন হান্টার্স
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধোপাগুলের পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার দেড় লাখ ঘনফুট সাদা পাথর
মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা শাকিবা
যারা নির্বাচনে বাধা দেবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: মির্জা ফখরুল
‘মব তৈরি করে’ দিনাজপুরে রিসোর্টে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন
লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে পুলিশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft