প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:১৭ পিএম

চট্টগ্রামের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তিন মাসের অপহরণের পর উদ্ধার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো। গত বুধবার রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালী মোছারখোলার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
অভিযুক্ত আল মামুন আফবিয়া (২০), উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা।
পিবিআই জানায়, ছাত্রী ও আল মামুনের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে, যেখানে আল মামুন নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়েছিলেন।
তথ্য অনুযায়ী, ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে হালিশহর এলাকা থেকে আল মামুন ছাত্রীকে সঙ্গে নিয়ে যান। তার মা ২ জুন আদালতে অপহরণের মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই অনুসন্ধান চালায়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসআই মো. মহসীন চৌধুরী-পিপিএম বলেন, তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করানো হয়েছে এবং আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে।
ভিকটিম জানিয়েছে, আল মামুন নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। পরে তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিয়ে হয়নি, তবে অভিযুক্ত একাধিকবার তাকে শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করেছিল।
পিবিআই জানিয়েছে, মামলার সব অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/ওআর