খালিয়াজুরীতে নৌপথে চলছে ভাড়ার নৈরাজ্য
সোহান বিন নবাব, খালিয়াজুরী
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ২:০৩ পিএম
নেত্রকোনার খালিয়াজুরী-উচিৎপুর নৌপথে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ট্রলার মালিকদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ২০ কিলোমিটারের এই পথে জনপ্রতি গুনতে হচ্ছে ১৮০ টাকা, যা সরকারি নির্ধারিত ভাড়ার প্রায় তিন গুণ।

ভুক্তভোগীরা জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২০২২ সালে জারি করা এক প্রজ্ঞাপনে প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করে ২ টাকা ৮৫ পয়সা। সে হিসাবে, খালিয়াজুরী-উচিৎপুর রুটে ভাড়া হওয়া উচিত ৫৭ টাকার মতো। অথচ আদায় করা হচ্ছে ১৮০ টাকা!

বর্ষা মৌসুমে (জ্যৈষ্ঠ থেকে কার্তিক পর্যন্ত) ট্রলারই এখানকার একমাত্র যাতায়াতের মাধ্যম। ভিন্ন কোনো বিকল্প না থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনছেন।

এই নৌপথে নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রলার দুই ধাপে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে। খালিয়াজুরী থেকে বোয়ালি পর্যন্ত ১০০ টাকা এবং বোয়ালি থেকে উচিৎপুর ৮০ টাকা একজন ট্রলার মালিক শামছু বলেন, যাত্রী কম, আর ঘাটে টোল বেশি দিতে হয় তাই ভাড়া বাড়াতে হয়।

অন্যদিকে, উচিৎপুর ট্রলার ঘাট ইজারাদার মেহেদী হাসান শফিক দাবি করেন, আমরা ন্যায্য হারে টোল নিই, বরং ট্রলার মালিকরাই বাড়তি ভাড়া তুলে আমাদের ওপর দোষ চাপায়।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম এ কাদের বলেন, নৌপথে ট্রলার ভাড়া সংক্রান্ত নির্দিষ্ট কোনো আইন আছে কি না, তা জানা নেই। তবে এত বেশি ভাড়া গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
রাজধানীতে জাপা ও জিওপির সংঘর্ষ, সেনা মোতায়েন
দেবীদ্বারে গোমতী মাদক বিরোধী সংগঠনের বিক্ষোভ সমাবেশ
সোনাগাজীর নবাবপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান
কেমন হলো কে-পপ ডেমন হান্টার্স
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধোপাগুলের পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার দেড় লাখ ঘনফুট সাদা পাথর
মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা শাকিবা
যারা নির্বাচনে বাধা দেবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: মির্জা ফখরুল
‘মব তৈরি করে’ দিনাজপুরে রিসোর্টে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন
লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে পুলিশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft