‘মব তৈরি করে’ দিনাজপুরে রিসোর্টে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১১:২৬ পিএম
‘মবের মত পরিস্থিতি তৈরি করে’ শত শত ‘তৌহিদি জনতা’ দিনাজপুরের বিরল উপজেলায় একটি রিসোর্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা সেখানে থাকা একটি দরবার শরিফে অগ্নিসংযোগ করে।

‘অনৈতিক এবং ইসলামবিরোধী কার্যকলাপের’ অভিযোগে এনে বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার কাঞ্চন মোড়ের ‘জীবন মহল’ নামে রিসোর্টে এই হামলার ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান।

ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন চৌধুরী নামে এক ব্যক্তি এই রিসোর্টের মালিক। রিসোর্টের ভিতরে একটি দরবার শরিফও রয়েছে। বিকালে ‘তৌহিদি জনতার’ ব্যানারে শত শত মানুষ মিছিল নিয়ে রিসোর্টে হামলা চালাতে আসে। রিসোর্টের লোকজন সেটা প্রতিহত করার চেষ্টা করে। তখন উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে তৌহিদি জনতা গেইট ভেঙে রিসোর্টে প্রবেশ করে এবং সেখানকার বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। তখন রিসোর্টের ভিতরে থাকা দরবার শরিফেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

ঘণ্টাব্যাপী এই তাণ্ডব চলে। খবর পেয়ে পুলিশ এলেও শত শত বিক্ষুব্ধ মানুষের সামনে তারা কিছু করতে পারেননি। পরে সেনাবাহিনীর সদস্যরা আসে। তখন পুলিশ ও সেনা সদস্যরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিকাল ৫টায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন। তারা ক্ষতিগ্রস্ত রিসোর্ট ও দরবার শরিফ পরিদর্শন করেন।

পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তৌহিদি জনতার সঙ্গে কথা বলে তাদের শান্ত করা হয়েছে।”

জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে শান্তি বজায় রাখার চেষ্টা করছি। এখানে অনৈতিক বা ইসলামবিরোধী কোনো কার্যকলাপ হলে সেটা অবশ্যই বন্ধ করা হবে।”

এদিকে ‘তৌহিদী জনতা’র প্রতিনিধি মৌলানা ফজলুর রহমান অভিযোগ করে বলেন, “এখানে জীবন চৌধুরী রিসোর্টে বিনোদনের নামে অনৈতিক কার্যকলাপের পাশাপাশি কথিত দরবার শরিফ গড়ে তোলে ইসলামবিরোধী কার্যকলাপ চালিয়ে আসছেন। এসব কার্যকলাপ বন্ধের দাবি জানালে তিনি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমদের উপর হামলা করেন।”

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মঞ্চ ৭১: লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জনসহ ১৪ জন গ্রেপ্তার
পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের
স্বাস্থ্য পরীক্ষা করাতে এভার কেয়ারে খালেদা জিয়া
পুলিশ বলছে মুখ চেপে ধরা ছবিটি ‘এআই জেনারেটেড’, মানছেন না সাংবাদিকরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাংবাদিকদের হেয় করার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারকলিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
দেশের তিনটি স্থলবন্দর বন্ধ করার প্রস্তাব অনুমোদন
রোজার আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল: আখতার আহমেদ
মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা শাকিবা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft