কেমন হলো কে-পপ ডেমন হান্টার্স
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:১১ পিএম
কে-পপ ভক্তদের জন্য একদিকে মিউজিক ভিডিওর গ্ল্যামার, আরেকদিকে অ্যানিমে-শৈলীর দানবযুদ্ধ। এই দুইয়ের মিশেলে তৈরি অ্যানিমেটেড মিউজিক্যাল অ্যাকশন ধাঁচের সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’ ঠিক কতটা জমল, কোথায়ই বা ফিকে হয়ে গেল চলুন খুঁটিয়ে দেখা যাক।

নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে গত জুনে। বাংলাদেশে এখনো নেটফ্লিক্সের সেরা ১০ সিনেমার তালিকায় আছে এটি। সনি পিকচার্স অ্যানিমেশনের এই প্রযোজনা কে-পপ সংগীতের জনপ্রিয়তার সঙ্গে কোরিয়ান পৌরাণিক কাহিনী ও অ্যাকশনের এক অভিনব মিশেল। পরিচালনা করেছেন ম্যাগি ক্যাং ও ক্রিস অ্যাপেলহ্যান্স। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২৬ আগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী এটি দেখা হয়েছে ২৩৬ মিলিয়নের বেশি।  

কে-পপ ডেমন হান্টার্স দর্শককে নিয়ে যায় হান্টার এক্স নামের একটি কাল্পনিক কে-পপ গার্ল গ্রুপের জগতে। রুমি, মিরা ও জোয়ি- এই তিন সদস্যের গ্রুপ শুধু স্টেডিয়ামে গান গেয়ে ভক্তদের মাতায় না, তারা গোপনে ডেমন হান্টার হিসেবেও কাজ করে। তাদের কাজ হলো মানুষের আত্মা চুরি করা ডেমনদের থেকে পৃথিবীকে রক্ষা করে। তবে এক সময় তাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে আসে সাজা বয়েজ নামে ডেমনদের তৈরি কে-পপ বয় ব্যান্ড। যারা ভক্তদের শক্তি চুরি করে। এই দুই পক্ষের লড়াইয়ে এক সময় রুমির গোপন পরিচয় প্রকাশ্যে আসে। সেটি হলো তার শরীরেও ডেমনের রক্ত আছে। 

কে-পপ ডেমন হান্টার্স অভিনব কাহিনী ও দৃষ্টিনন্দন অ্যানিমেশনের জন্য প্রশংসিত হয়েছে। সিনেমাটির ভিজ্যুয়াল উপস্থাপন তুলনা করা হচ্ছে ২০১৮ সালের ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’ এর সঙ্গে। রঙিন ও গতিশীল ফ্রেমগুলো সিনেমাটি দেখার সময় চোখে আনন্দ দেয়। দেখার সময় সিনেমাটির সাউন্ডট্র্যাকই টিভির সামনে আটকে রেখেছিল। বিশেষ করে ‘গোল্ডেন’, ‘টেকডাউন’, ‘ইয়োর আইডল’ ও ‘সোডা পপ’ শিরোনামের গানগুলো। বিলবোর্ড হট-১০০ চার্টেও স্থান পেয়েছে এসব গান। শুক্রবার দুপুর পর্যন্ত গোল্ডেন ছিল এক নম্বরে। চার ও পাঁচে ছিল যথাক্রমে ইয়োর আইডল ও সোডা পপ। অ্যানিমেটেড সিনেমার গান হট-১০০ তে স্থান পাওয়া সত্যিই বিরল। গানগুলো গল্পের সঙ্গে মিশে আবেগ আর অ্যাকশনের মুহূর্তগুলোকেও জীবন্ত করে তুলেছে।

সিনেমার গল্প শুধু অ্যাকশন আর গানেই সীমাবদ্ধ নয়। এটি বন্ধুত্ব, আত্মপরিচয় ও নিজের দুর্বলতা মেনে নেওয়ার মতো গভীর বিষয়গুলো স্পর্শ করে। তবে গল্পের প্লট কিছুটা অনুমেয় ও গতানুগতিক মনে হতে পারে। বিশেষ করে রুমি ও জিনুর (সাজা বয়েজের ভোকাল) রোমান্টিক সাবপ্লট। পরিচালক ম্যাগি ক্যাং-এর কোরিয়ান ঐতিহ্যের প্রতি ভালোবাসা এই সিনেমায় স্পষ্ট। তিনি এখানে পৌরাণিক কাহিনীর উপাদান ব্যবহার করেছেন, যেমন জিওসুং সাজা। গুগল করে জানা গেল, কোরিয়ানদের বিশ্বাস অনুযায়ী জিওসুং সাজা হলেন মৃত্যুর দূত। এমন আরও কিছু বিষয় আছে, যেগুলো সম্পর্কে ধারণা না থাকলে সিনেমা দেখার সময় একটু খটকা লাগতে পারে।   

সিনেমাটি প্যারেন্টাল গাইডেন্স (পিজি) রেটিং পেয়েছে। ডেমন ও আত্মা চুরির দৃশ্যগুলো শিশুদের জন্য কিছুটা ভীতিকর হতে পারে। তবে কে-পপ ভক্ত কিশোর কিংবা প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য এটি হতে পারে আনন্দদায়ক ১ ঘণ্টা ৩৬ মিনিট। 

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
রাজধানীতে জাপা ও জিওপির সংঘর্ষ, সেনা মোতায়েন
দেবীদ্বারে গোমতী মাদক বিরোধী সংগঠনের বিক্ষোভ সমাবেশ
সোনাগাজীর নবাবপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান
কেমন হলো কে-পপ ডেমন হান্টার্স
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধোপাগুলের পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার দেড় লাখ ঘনফুট সাদা পাথর
মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা শাকিবা
যারা নির্বাচনে বাধা দেবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: মির্জা ফখরুল
‘মব তৈরি করে’ দিনাজপুরে রিসোর্টে হামলা-ভাঙচুর, দরবার শরিফে আগুন
লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে পুলিশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft