প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৬:৪৩ পিএম

সিলেটের সদর উপজেলার ধোপাগুল এলাকায় এক অভূতপূর্ব অভিযানে পরিত্যক্ত পাঁচটি পুকুর থেকে আনুমানিক দেড় লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ অভিযান।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ। অভিযান পরিচালনায় প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় জব্দ করা কিছু পাথর কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রতিস্থাপনের প্রক্রিয়ায় ছিল। এ প্রেক্ষিতে খোঁজ নিয়ে ধারণা করা হয়, ঐ দুই এলাকার পাঁচটি পরিত্যক্ত পুকুরে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর মজুদ রাখা হয়েছে। পরে এক্সকাভেটরের মাধ্যমে পুকুরগুলো খনন করে পাথর উত্তোলন করা হয়।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ জানান, ‘মোট পাঁচটি পুকুর থেকে উদ্ধারকৃত পাথরের পরিমাণ আনুমানিক দেড় লাখ ঘনফুট হতে পারে। পাথরগুলো এখনো পুরোপুরি পরিমাপ করা হয়নি, তবে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।’
ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইৎ বলেন, প্রায় দেড় লাখ ঘনফুট পাথর আজ উদ্ধার হয়েছে। এটি একটি বড় সাফল্য। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সিলেট অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুদের অভিযোগ রয়েছে। প্রশাসনের ধারাবাহিক তৎপরতা এই চক্রগুলো নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আজকালের খবর/ওআর