ধোপাগুলের পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার দেড় লাখ ঘনফুট সাদা পাথর
সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৬:৪৩ পিএম
সিলেটের সদর উপজেলার ধোপাগুল এলাকায় এক অভূতপূর্ব অভিযানে পরিত্যক্ত পাঁচটি পুকুর থেকে আনুমানিক দেড় লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ অভিযান।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ। অভিযান পরিচালনায় প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা।

প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় জব্দ করা কিছু পাথর কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রতিস্থাপনের প্রক্রিয়ায় ছিল। এ প্রেক্ষিতে খোঁজ নিয়ে ধারণা করা হয়, ঐ দুই এলাকার পাঁচটি পরিত্যক্ত পুকুরে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর মজুদ রাখা হয়েছে। পরে এক্সকাভেটরের মাধ্যমে পুকুরগুলো খনন করে পাথর উত্তোলন করা হয়।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ জানান, ‌‘মোট পাঁচটি পুকুর থেকে উদ্ধারকৃত পাথরের পরিমাণ আনুমানিক দেড় লাখ ঘনফুট হতে পারে। পাথরগুলো এখনো পুরোপুরি পরিমাপ করা হয়নি, তবে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।’

ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইৎ বলেন, প্রায় দেড় লাখ ঘনফুট পাথর আজ উদ্ধার হয়েছে। এটি একটি বড় সাফল্য। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সিলেট অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুদের অভিযোগ রয়েছে। প্রশাসনের ধারাবাহিক তৎপরতা এই চক্রগুলো নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আজকালের খবর/ওআর










http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মঞ্চ ৭১: লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জনসহ ১৪ জন গ্রেপ্তার
পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের
স্বাস্থ্য পরীক্ষা করাতে এভার কেয়ারে খালেদা জিয়া
পুলিশ বলছে মুখ চেপে ধরা ছবিটি ‘এআই জেনারেটেড’, মানছেন না সাংবাদিকরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাংবাদিকদের হেয় করার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারকলিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
দেশের তিনটি স্থলবন্দর বন্ধ করার প্রস্তাব অনুমোদন
রোজার আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল: আখতার আহমেদ
ধোপাগুলের পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার দেড় লাখ ঘনফুট সাদা পাথর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft