বরিশাল জেলার গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেল ৪ ঘটিকার সরকারি গৌরনদী কলেজ মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাফর খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটি সহসাধারণ সম্পাদক গোলাম মোরশেদ রাসেল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন- আহবায়ক আনোয়ার হোসেন টিটু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. বাপ্পি ও বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মোস্তাফিজুর রহমান সুজন সহ অনান্যরা।
এ সময় আয়োজিত কর্মীসভায় ২নং বার্থী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রত্যাশী মেহেদী হাসান বাসার আকন, ও খাঞ্জাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রতাশী মো.সামসুল হক হাওলাদার ও সদস্য সচিব পদপ্রত্যাশী মো. মাসুদ সরদারের যৌথ নেতৃত্বে পৃথক পৃথক দুটি বৃহৎ মিছিল আয়োজিত কর্মীসভা স্থানে এসে অংশগ্রহণ করে।
এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের আহবায়ক পদপ্রত্যাশীদের পক্ষ থেকে পৃথক পৃথক মিছিল আয়োজিত কর্মীসভা স্থানে অংশগ্রহণ করেন
আজকালের খবর/ এমকে