প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:০৯ পিএম

নেদারল্যান্ডস সিরিজ ও আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে গত দশদিন ধরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে, অনুশীলনের প্রথম দিকেই একাধিক ক্রিকেটার অভিযোগ করেছিলেন ফ্লাডলাইটের দুর্বলতা নিয়ে। তাদের দাবি, আলো পর্যাপ্ত না থাকায় অনেক সময় বল চোখে ঠিকমতো ধরা পড়ে না।
একজন ক্রিকেটার বলেন, ‘সিলেটে আলো যথেষ্ট নয়। কখনো কখনো বল স্পষ্ট দেখা যায় না। মনে হয়, বোলারের হাত থেকে ছাড়ার পর এক মুহূর্তের জন্য বলটা চোখে হারিয়ে যায়।’
স্টেডিয়ামের কর্মকর্তা মনোজ কান্তি দেব অবশ্য সমস্যার কথা স্বীকার করে মেরামতের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘ফ্লাডলাইট তো মাঝে মাঝেই মেরামতের প্রয়োজন হয়। আমরা সেই কাজ করছি। আশা করছি, নেদারল্যান্ডস সিরিজ শুরু হওয়ার আগেই সমস্যার সমাধান হবে।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কিছুটা উন্নতি হলেও বাংলাদেশ অধিনায়ক লিটন দাস মনে করেন, আলো আরও উজ্জ্বল হলে ভালো হতো। তবে তিনি এটাও জানিয়েছেন, ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের তুলনায় সিলেটের আলো অনেক ভালো। লিটনের ভাষ্য, ‘আমরা কয়েকদিন ধরে এখানে অনুশীলন করেছি, আগের চেয়ে এখন ভালো। তবে আলো যদি আরেকটু উজ্জ্বল হতো তাহলে আরও ভালো লাগত। তবে মিরপুরের চেয়ে এখানে ভালো।’
এরই মধ্যে বৃষ্টির কারণে দলের অনুশীলন ব্যাহত হলেও আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় সিলেটে শুরু হবে বাংলাদেশ–নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়েই এশিয়া কাপের প্রস্তুতি শুরু করবে লাল-সবুজের দল।
এখন দেখার বিষয়, ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট কতটা কার্যকর প্রমাণিত হয়।
আজকালের খবর/ওআর