নড়াইলে অপারেশন থিয়েটারে অচেতন রোগীর সঙ্গে নার্সের টিকটক
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২:২৭ পিএম
নড়াইলের লোহাগড়া শহরে প্রত্যাশা ক্লিনিকে অপারেশন থিয়েটারে অচেতন প্রসূতি মায়ের সঙ্গে নার্স প্রিয়ার টিকটক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় বইছে। এমনকি বিকৃত মানসিকতার ওই নার্সের শাস্তি দাবি করেছেন অনেকেই। গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আলোচনায় আসে। প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে মধ্যে দাঁড়িয়ে অচেতন রোগীদের নিয়ে ‘টিকটক’ করে এবং সেটি আপলোড করে।  যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বহির্ভূত। 

ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন তাদের মধ্যে একজন মিনারুল ইসলাম সজল, তিনি লিখেছেন প্রথমত তাকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে।  তাকে অন্যের শরীর (ইজ্জত) মা বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনে আওতায় আনতে হবে।  এবং সে সহ ওই নার্সিং হোমের মালিকের আইনগত বিচার করতে হবে।

আব্দুর রহমান নামে এক ব্যক্তি লিখেছেন, একটা নারীকে সিজার করছে।  প্রসূতি মা আছে অজ্ঞান অবস্থায়, আর তার সিলাই পেট এভাবে ভিডিও করে ছাড়তেছে, ওই বেয়াদবের নামে মামলা করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। এ বিষয়ে আমি আইনগত পদক্ষেপ নেবো।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মঞ্চ ৭১: লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জনসহ ১৪ জন গ্রেপ্তার
পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের
স্বাস্থ্য পরীক্ষা করাতে এভার কেয়ারে খালেদা জিয়া
পুলিশ বলছে মুখ চেপে ধরা ছবিটি ‘এআই জেনারেটেড’, মানছেন না সাংবাদিকরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাংবাদিকদের হেয় করার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারকলিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
দেশের তিনটি স্থলবন্দর বন্ধ করার প্রস্তাব অনুমোদন
রোজার আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল: আখতার আহমেদ
মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা শাকিবা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft