সাংবাদিকদের হেয় করার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারকলিপি
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:১৭ পিএম
পাঁচ আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত জেলার ১৯ জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে কুরুচিপূর্ণ লেখালেখি সহ পেশাদার  সাংবাদিকদের চরিত্র হননের প্রতিবাদে 
জেলায় কর্মরত সাংবাদিকেরা প্রতিবাদ কর্মসূচি সহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করেন সাংবাদিকরা। 

স্মারকলিপিতে বলা হয়, গত ৫ই আগষ্টে সরকার পরিবর্তনের পর জেলা ও উপজেলায় কিছু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট মামলা রুজু করে সাংবাদিকদের হয়রানী করা হচ্ছে। এতেকরে সাংবাদিক এবং তার পরিবারের লোকজন ভয়ভীতির মধ্যে দিনযাপন করছেন। স্মারক লিপিতে সাংবাদিকেরা দাবি করেন,"পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলার অভিযোগ পর্যালোচনা করলে অসত্য,অবান্তর বলেই প্রমানিত হবে। এছাড়া কিছু কিছু অসাধু ব্যাক্তি, দুস্কৃতিকারী ফেসবুক,ইউটিউব ইত্যাদিতে বিকৃত ও কুরুচিপূর্ন শব্দ ব্যবহারের মাধ্যমে পেশাদার সাংবাদিক এবং তাদের পরিবার বর্গকে টার্গেট করে হেয় প্রতিপন্ন ও মানসিকভাবে নির্যাতন করছে। এর মধ্যে ৭০ থেকে ৮০ বছরের উর্ধ্ব সাংবাদিকদের বৃদ্ধ মা-বাবারাও এই সাইভার বুলিং থেকে রক্ষা পাচ্ছেন না। সাংবাদিকদের অভিযোগ এসব বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না।

এ অবস্থায় জেলা প্রশাসক জানান, অপকর্মের বিরুদ্ধে তিনি পেশাদার সাংবাদিকদের পক্ষে অবস্থান করবেন। 
পাশাপাশি গত ৫ আগস্ট এর পরে দায়েরকৃত রাজনৈতিক মামলায় কোনো পেশাদার সাংবাদিক যেন অযথা হয়রানি শিকার না হন সেই বিষয়টিও তিনি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সহ জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী  উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মঞ্চ ৭১: লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জনসহ ১৪ জন গ্রেপ্তার
পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান তারেক রহমানের
স্বাস্থ্য পরীক্ষা করাতে এভার কেয়ারে খালেদা জিয়া
পুলিশ বলছে মুখ চেপে ধরা ছবিটি ‘এআই জেনারেটেড’, মানছেন না সাংবাদিকরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাংবাদিকদের হেয় করার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারকলিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
দেশের তিনটি স্থলবন্দর বন্ধ করার প্রস্তাব অনুমোদন
রোজার আগেই ভোট, ৬০ দিন আগে তফসিল: আখতার আহমেদ
ধোপাগুলের পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার দেড় লাখ ঘনফুট সাদা পাথর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft