
ফেনীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ১/১১ খল নায়ক অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটির বেশি অর্থ লোপাটের অভিযোগে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগঃ
সিআইডির অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, আসামিরা প্রভাব খাটিয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। প্রমাণ পাওয়া গেছে যে প্রায় ১০০ কোটি টাকার বেশি অর্থ লোপাট করা হয়েছে এবং বিদেশে পাচারের চেষ্টাও হয়েছে।
মামলাঃ
আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। তাদের ব্যাংক হিসাব জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া চলছে।
আসামিদের তালিকাঃ
১. নিজাম উদ্দিন হাজারী – সাবেক এমপি (ফেনী-২),
২. অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী,
৩. আবদুল হক ভূঁইয়া – সাবেক উপজেলা চেয়ারম্যান,
৪. মো. শহীদুল আলম – ঠিকাদার,
৫. এ কে এম জসিম উদ্দিন – ব্যবসায়ী
৬. রফিকুল ইসলাম – প্রবাসী ব্যবসায়ী,
৭. নুরুল আমিন – সাবেক পৌর কাউন্সিলর
৮. খায়রুল বাশার – আওয়ামী লীগ নেতা
৯. মিজানুর রহমান – ঠিকাদার
১০. মাহবুব আলম – ব্যবসায়ী
১১. সেলিম উদ্দিন – যুবলীগ নেতা
১২. মো. রুহুল আমিন – সাবেক প্রকৌশলী
১৩ শফিকুল ইসলাম – ঠিকাদার
১৪. আক্তার হোসেন – সাবেক চেয়ারম্যান
১৪. মো. আলাউদ্দিন – ব্যবসায়ী
১৫. আবুল কাশেম – ভূমি দালাল
১৬. সাইফুল ইসলাম – প্রবাসী ব্যবসায়ী
১৮.. হাবিবুর রহমান – ঠিকাদার
১৯. মো. সামছুল হক – সাবেক কাউন্সিলর
২০. আশরাফুল আলম – ঠিকাদার
২১. সেলিম মিয়া – রাজনৈতিক কর্মী
২২. খলিলুর রহমান – ব্যবসায়ী
২৩. ফরহাদ হোসেন – ঠিকাদার
২৪. শওকত হোসেন – সাবেক ইউনিয়ন চেয়ারম্যান
২৫. আবদুল মতিন – ঠিকাদার
২৬. দেলোয়ার হোসেন – ব্যবসায়ী
২৭. আজিজুর রহমান – সাবেক প্রকল্প কর্মকর্তা
২৮. মো. রবিউল ইসলাম – পৌর ঠিকাদার
২৯. আনোয়ার হোসেন – প্রভাবশালী স্থানীয় নেতা
৩০. ইকবাল হোসেন – ব্যবসায়ী
৩১. সাদেকুর রহমান – প্রবাসী ব্যবসায়ী
৩২. মো. জাহিদ হাসান – রাজনৈতিক নেতা
৩৩. তৌফিকুল ইসলাম – ঠিকাদার
সিআইডির মন্তব্যঃ
সিআইডির এক কর্মকর্তা বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছে। দ্রুত গ্রেপ্তার অভিযান শুরু হবে।”
প্রভাবশালী আসামিদের ভূমিকাঃ
নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে এর আগেও অস্ত্র, দুর্নীতি ও সন্ত্রাসের মামলা রয়েছে। অপরদিকে, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর সময়কার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন।
আজকালের খবর/ওআর