প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:৪৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে রোজার আগে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভোটগ্রহণের টার্গেট নির্ধারণ করা হয়েছে। ভোটের তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা করতে চায় ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে উৎসব মুখর পরিবেশে আনতে চায় নির্বাচন কমিশন এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত-এ কথা জানিয়ে সচিব আখতার আহমেদ বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ করা হবে। এ সংলাপ চলবে অক্টোবর মাস পর্যন্ত। ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করে হবে। ভোটগ্রহণের তারিখ পরে জানানো হবে।
তিনি জানান, ভোটগ্রহণের জন্য ২৪টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নভেম্বর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আজকালের খবর/বিএস