দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি। তার জায়গায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।
সাহাব উদ্দিনের স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
দলীয় সূত্র জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সরকারি জমি দখল, অবৈধভাবে সাদাপাথর উত্তোলন ও রাজনৈতিক বিভাজন সৃষ্টির অভিযোগ ছিল। এসব কারণে তার পদ স্থগিতের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এসব কর্মকাণ্ডের কারণে সাহাব উদ্দিনের প্রতি জনঅসন্তোষ বাড়ছিল এবং উপজেলা বিএনপির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
আজকালের খবর/ এমকে