বুধবার ১ অক্টোবর ২০২৫
বাহাদুর খানের তিনটি কবিতা
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:৪৪ এএম
পরিস্থিতি 
মোঃ বাহাদুর খান 

সন্তানকে মা জাইগা দেই 
মায়ের ছোট্ট পেটে, 
মায়ের জন্য হয়না জায়গা 
ছেলের বড় ফ্ল্যাটে। 
মৃতদেহ আনার নাই প্রয়োজন 
প্রবাসী বলে কথা, 
স্বামীর থেকে কড়ি বড় 
ভাবি বোঝাই বাস্তবতা। 
কেমন আছেন কেমন থাকবেন 
আগামীর পথ চলা, 
নিজের জন্য সঞ্চয় করেন 
যুবক রোজগার ওয়ালা। 
খারাপ যখন যাই সময় 
পাশে নেই কেউ, 
আপন পর চিনিয়ে দেই 
পরিস্থিতির ঢেউ।


গ্রাম বাংলা 
মোঃ বাহাদুর খান 

চড়ুই পাখি করে আহার 
পাকা ধান কুড়ে
দৃশ্য দেখে বলে কবি 
খাওনা একটু ধিরে।
কৃষক ভাইয়ের ঝরঝরা  ঘাম
সোনালী হাসিমুখে,
এমন দৃশ্য তুলে ধরেন 
আর্ট ভাই আঁকে।
জোয়ারের পানি ভেসে এলো 
নিল বসতভিটা,
মায়ের কাছে খোকার বায়না 
খাবে মজার পিঠা।
গরু চড়ায় মাঠে রাখাল 
বাঁশি বাজায় সুরে,
গ্রাম বাংলায় মুগ্ধ আমি 
সব সিজনে ঘুরে।



আমার পড়া 
মোঃ বাহাদুর খান 

ভুল করিলে পড়ার মাঝে লেগে থাকি ভাই, 
ইচ্ছা শক্তি জাগিয়ে চেষ্টা করে যাই। 
যেখানে আছে কঠিন পড়ার সব মূল, 
তাই বলে বারবার করি আমি ভুল। 
খোকা থেকে স্বরবর্ণ লেটার শিখে নিয়েছি, না পড়তে পড়তে কিছু ভুলে গিয়েছি।
স্বাদ বুঝলে মজা বলে পড়ার ঐ মাঝি,
আমার পরার মাঝে শুধু সহজ টাই  বুঝি।
কান থাকে স্যারের কথায় মন বাহিরে, 
এভাবে পড়া  যায় না জ্ঞানের শিরে।
পড়া গছলে মন বসে না পড়ার টেবিলে, 
মন আমার চলে যায় বসুমতিলে।
গুরুজনের কথায় আমি পড়ায় গর্জ দেয়,
আমার জ্ঞান আমার থাকবে আর কে বা নেই। 
পড়া হচ্ছে মানুষের নতুন নতুন ছড়া,
স্যারের কাছ থেকে শিখে নেই আমার 
পড়া।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফের মানাম আহমেদের সুরে সাঈদা শম্পার গান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
কুকিং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে যোগ দিলেন হাসিনা আনছার
চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব
ময়মনসিংহে পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফের বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
আগামীকাল থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
সোনাতলায় ইউএনও ও ওসির পূজামণ্ডপ পরিদর্শন
লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft