পরিস্থিতি
মোঃ বাহাদুর খান
সন্তানকে মা জাইগা দেই
মায়ের ছোট্ট পেটে,
মায়ের জন্য হয়না জায়গা
ছেলের বড় ফ্ল্যাটে।
মৃতদেহ আনার নাই প্রয়োজন
প্রবাসী বলে কথা,
স্বামীর থেকে কড়ি বড়
ভাবি বোঝাই বাস্তবতা।
কেমন আছেন কেমন থাকবেন
আগামীর পথ চলা,
নিজের জন্য সঞ্চয় করেন
যুবক রোজগার ওয়ালা।
খারাপ যখন যাই সময়
পাশে নেই কেউ,
আপন পর চিনিয়ে দেই
পরিস্থিতির ঢেউ।
গ্রাম বাংলা
মোঃ বাহাদুর খান
চড়ুই পাখি করে আহার
পাকা ধান কুড়ে
দৃশ্য দেখে বলে কবি
খাওনা একটু ধিরে।
কৃষক ভাইয়ের ঝরঝরা ঘাম
সোনালী হাসিমুখে,
এমন দৃশ্য তুলে ধরেন
আর্ট ভাই আঁকে।
জোয়ারের পানি ভেসে এলো
নিল বসতভিটা,
মায়ের কাছে খোকার বায়না
খাবে মজার পিঠা।
গরু চড়ায় মাঠে রাখাল
বাঁশি বাজায় সুরে,
গ্রাম বাংলায় মুগ্ধ আমি
সব সিজনে ঘুরে।
আমার পড়া
মোঃ বাহাদুর খান
ভুল করিলে পড়ার মাঝে লেগে থাকি ভাই,
ইচ্ছা শক্তি জাগিয়ে চেষ্টা করে যাই।
যেখানে আছে কঠিন পড়ার সব মূল,
তাই বলে বারবার করি আমি ভুল।
খোকা থেকে স্বরবর্ণ লেটার শিখে নিয়েছি, না পড়তে পড়তে কিছু ভুলে গিয়েছি।
স্বাদ বুঝলে মজা বলে পড়ার ঐ মাঝি,
আমার পরার মাঝে শুধু সহজ টাই বুঝি।
কান থাকে স্যারের কথায় মন বাহিরে,
এভাবে পড়া যায় না জ্ঞানের শিরে।
পড়া গছলে মন বসে না পড়ার টেবিলে,
মন আমার চলে যায় বসুমতিলে।
গুরুজনের কথায় আমি পড়ায় গর্জ দেয়,
আমার জ্ঞান আমার থাকবে আর কে বা নেই।
পড়া হচ্ছে মানুষের নতুন নতুন ছড়া,
স্যারের কাছ থেকে শিখে নেই আমার
পড়া।
আজকালের খবর/ এমকে