প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব।
সোমবার (১১ আগস্ট) প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বে দেন প্রেসক্লাবের আহ্বায়ক মো. হাবিবুল্লাহ।
গাজীপুরের দৈনিক প্রতিদিন কাগজের প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসী বাহিনী গত ৭ আগস্ট প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। তার বিচার দাবিতে ও সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, অত্যাচার, নির্যাতন বন্ধের প্রতিবাদে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক মুস্তাফিজুর রহমান রনি , সাংবাদিক আবুল কালাম , ইসলামী আন্দোলনের সভাপতি, হাফেজ মুস্তাকিম বিল্লাহ, আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ ।
এতে উপস্থিত ছিলেন- খালিয়াজুরী সদরের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম তালুকদার, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক সেলিম আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মাইনুল হক তালুকদার রিকন, উলামা দলের সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা মাহফুজুল হক হেফাজতের নেতা মাওলানা ইয়াছিন আল ইমদাদ ও ছাত্র শিবির সভাপতি মো. রাসেল আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকালের খবর/বিএস