নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ : ডা. রফিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:৪৪ পিএম
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নবনির্বাচিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেছেন, নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ। বিএনপির প্রত্যেকের মত প্রকাশ্যে বিশ্বাসী। জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে। 

সোমবার (১১ আগস্ট) ড্যাবের কাউন্সিল এবং নির্বাচিত নতুন নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ডা. রফিক বলেন, তুমুল প্রতিযোগিতামূলক এ নির্বাচনে অংশগ্রহণকারী দুটি পরিষদের মধ্যে একটি পরিষদের বিজয়ী এবং অপরটির বিজিত হওয়া স্বাভাবিক। বিজয়ী পরিষদ ৫২.৮৮% ভোট পেয়ে জয়লাভ করায় তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। অপরদিকে বিজিত প্যানেল প্রায় ৪৬.৯৪% ভোট পেয়েছে, যা প্রমাণ করে যে চিকিৎসক সমাজের একটি বড় অংশে তাদের গ্রহণ যোগ্যতা রয়েছে। ফলাফল ঘোষণার শেষ পর্যন্ত উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে নির্বাচনে অংশ নেওয়ায় তাদেরকেও আন্তরিক ধন্যবাদ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতে, এক অদৃশ্য শক্তির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তাই বিদ্বেষমূলক মনোভাব ত্যাগ করে একসাথে কাজ করার মানসিকতা প্রকাশ করাই এখন সময়ের দাবি।

অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে বিজয়ী পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্বাস্থ্য সম্পাদক বলেন, সকলকে সঙ্গে নিয়ে ঐক্য সুদৃঢ় করে ড্যাবের হারানো গৌরব পুনঃপ্রতিষ্ঠা করা উচিত। একইসাথে বিজিত পরিষদের প্রতি আহ্বান, বিজয়ী পরিষদের সাথে একাত্ম হয়ে কাজ করে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে  হবে।

বাংলাদেশী জাতীয়তাবাদকে সমুন্নত রাখতে, সবাই মিলেমিশে একই লক্ষ্যে কাজ করে দল ও দেশকে এগিয়ে নেওয়া জাতীয়তাবাদী প্রতিটি চিকিৎসকের কর্তব্য।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেপ্তার
চাকরির জন্য নেওয়া টাকা চাপের মুখে ফেরত দিলেন জামায়াত নেতা
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিলাসী জীবনযাপন
আসিম মুনিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক এনসিপির চার নেতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা নিজামের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল
সোনাতলায় পুলিশের ঝটিকা অভিযানে ৬ আসামি গ্রেপ্তার
২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা পড়েছে ঢাকাগামী ফ্লাইট
রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft