প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে মহীয়সী সাহিত্য পাঠচক্র, পাবনা আয়োজন করে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক ও কবি মজিদ মাহমুদ।
পাবনা শহরের গোপালপুরে অবস্থিত চরনিকেতন গ্রন্থালয়ে রবিবার-৩১ আগস্ট আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উস্তাদ শফিক আহমেদ, অধ্যাপক হাসানুজ্জামান, ডা. ফয়েজ, শিল্পী মাজহারুল ইসলাম, নজরুল-কর্মী রফিক সুলায়মান, কবি কথা হাসনাত, মহীয়সী সংগঠক শিল্পী প্রমুখ।
কবি মজিদ মাহমুদ একজন দেশবরেণ্য নজরুল গবেষক। নজরুল: তৃতীয় বিশ্বের মুখপাত্র, নজরুল মানুষধর্ম এবং নজরুল জীবনভিত্তিক উপন্যাস 'তুমি শুনিতে চেয়ো না' তাকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়।
পাশাপাশি বিভিন্ন পত্রিকা, সাময়িকী এবং লিটল ম্যাগাজিনে নিয়মিত নজরুলবিষয়ক লেখা প্রকাশ করে চলেছেন। ২০২৫ সাল যে নজরুলের চিত্তনামা কাব্যগ্রন্থের শতবর্ষ এই তথ্যটিও তিনি নজরুলপ্রেমীদের সঙ্গে শেয়ার করেছেন। ফলে মহীয়সী'র আয়োজনজুড়ে সকলের তীব্র আকাঙ্ক্ষা ছিলো তার মুখে নজরুল বিষয়ে কিছু শোনার। তিনি নজরুল বিষয়ে প্রচলিত বিবিধ মিথ ও মিথ্যাচার খণ্ডন করেন। এসময় পিনপতন নীরবতা বিরাজ করছিল।
সঙ্গীত পরিবেশনায় অংশ নিয়েছেন উস্তাদ শফিক আহমেদ, শিল্পী মাজহারুল ইসলাম এবং কথা হাসনাত।
আজকালের খবর/আরইউ