শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক ও থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির।
সোমবার বিকেলে তারা সদর ইউনিয়নের ৪টি ও মধুপুর ইউনিয়নে ২ টি দুর্গামন্দির ঘুরে দেখেন। এ সময় মন্দির কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন। এছাড়াও সোনাতলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।
ইউএনও ও ওসি জানান দুর্গোৎসবের সময় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজকালের খবর/ এমকে