মো. আমির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:৩৬ পিএম

মুন্সীগঞ্জে বিস্কুটের মধ্যে চেতনানাশক মিশিয়ে ইজিবাইকের চালককে অজ্ঞান কিংবা হত্যা করে ইজিবাইক ছিনতাইকারী আন্তজেলা চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মুন্সীগঞ্জ। অভিযানে ছিনতাই হওয়া ৬টি ইজিবাইক, দুটি চেসিস, একটি ওয়্যারলেস সেট ও চেতনানাশক মেশানো বিস্কুট জব্দ করা হয়।
সোমবার (১১আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- রুবেল ওরফে আব্দুল্লাহ (৩২),মো. জামাল হোসেন (৪০),ইমরান হোসেন ওরফে মোফাজ্জল(৪৫), মো. হৃদয় শেখ (২৫),পলাশ পাঠান (৩৫), মো. বিধান (৪৭) ও মো. সুমন (৩৮)।
দীর্ঘদিন ধরে চক্রটি যাত্রীবেশে মুন্সীগঞ্জসহ আশপাশের জেলায় ইজিবাইকের চালকদের বিভিন্ন অজুহাতে নির্জন স্থানে নিয়ে চেতনানাশক মিশ্রিত খাবার বা পানীয় খাইয়ে অজ্ঞান বা হত্যা করে ইজিবাইক ছিনতাই করছিল। পরে ইজিবাইক গুলো গ্যারেজে নিয়ে চেসিস আলাদা করে রঙ পরিবর্তন করে বিক্রি করত তারা।
সর্বশেষ গত (২ আগস্ট) সকাল ১০টার দিকে সিরাজদিখানের নোয়াপাড়া এলাকায় ইজিবাইকের চালক মালয় শেখকে চেতনানাশক মাখানো বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে চক্রের তিন সদস্য। ঘটনার পর ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। রোববার বিকেলে শ্রীনগরের পাটাভোগ ফেরিঘাট আন্ডারপাস এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক মাখানো বিস্কুট ও ওয়্যারলেস সেট জব্দ করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকা থেকে আরও তিনজনকে এবং কেরাণীগঞ্জ থেকে গ্যারেজ মালিককে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। এই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর/বিএস