ভারতে বসে দেশের বিরুদ্ধে ও নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১১:২৮ পিএম
ভারতে বসে দেশটির প্ররোচণায় ও পৃষ্ঠপোষকতায় দেশের বিরুদ্ধে ও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ১৭ থেকে ১৮ বছর ধরে যে শাসন-শোষণ ও গুম-খুন করেছে তাদের ইতিহাস দেশের মানুষ ১৭০০ বছরেও ভুলতে পারবে না।

পিআর পদ্ধতির বিষয়ে তিনি বলেন, নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এরমধ্যে নিয়ে আসছেন পিআর পদ্ধতি। এ পদ্ধতি দিয়ে দেশে অচলাবস্থা তৈরি করতে চান, জনগণ এটা মেনে নেবে না।

বিএনপির এই নেতা বলেন, কিছু দল আছে যারা চায় না নির্বাচন হোক। কারণ তাদের মধ্যে একটা ধারনা জন্মেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। বছরের পর বছর আন্দোলন করে জনগণ এসব কথা শুনতে ভালোবাসে না। তারা চায় নির্বাচিত সরকার।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, দেশের অবস্থা কিন্তু ১২টা বাজিয়ে দিয়েছে এ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টা বাজিয়ে গেছে, এ সরকার ২৪টা বাজিয়ে দিয়েছে।
 
তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে আজকে বিএনপিকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কিছু হলেই দোষ দেওয়া হচ্ছে বিএনপির। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় এখন তো দেখা যাচ্ছে, যে দল ফুটেই নাই, সে দলের লোকজন জড়িত।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, জরুরি ভিত্তিতে তাদের বিচার করা দরকার। বিচার ও নির্বাচন পাশাপাশি চলবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩০.২৫ বিলিয়ন ডলারে
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতার সম্ভাবনা
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল
ভিত্তিহীন সংবাদে ক্ষুব্ধ এফপিএবি ও জিসিসি প্রকল্প কর্মকর্তাদের প্রতিবাদ
ভারতে একের পর এক স্থগিত বিদেশি অর্ডার, চলে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
এইচএসসির ‘মিস করা’ পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না সেই আনিসা
নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
পুলিশ হেফাজতে জনি হত্যা: হাইকোর্টের রায় আজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft