প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১২:৪০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বর্ধিত আহ্বায়ক কমিটি ও নতুন হল কমিটি ঘোষণা করা হয়েছে। রোকেয়া হলের দুই সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসাবে পদ পেয়েছেন অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেত্রী কাজী মৌসুমি আফরোজ।
শুক্রবার (৮ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাক্ষরিত এবং জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দীন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক অনুমোদিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, ৫ আগষ্ট পূর্ববর্তী সময়ে মৌসুমি আফরোজ ছাত্রলীগের জাবি শাখা সভাপতি আখতারুজ্জামান সোহেলর সাথে রাজনীতি করতেন। ক্যাম্পাসে ছাত্রলীগের দলীয় সকল মিছিল এবং প্রোগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোন সাড়া মেলেনি।
আজকালের খবর/বিএস