মাল্টিমিডিয়া জার্নালিজমের প্রশিক্ষণ নিলেন কুবিসাসের সাংবাদিকদরা
তুষার ইমরান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৫:১৭ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইন্সটিটিউট (পিআইবি)। বুধবার (৬ আগস্ট) থেকে শুক্রবার (৮ আগস্ট) পর্যন্ত তিনদিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুবি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলি, সভাপ্রধান হিসেবে থাকেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ হাসান এবং অর্থ সম্পাদক আবু শামা।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক শিক্ষা, মজো জার্নালিজম এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে কুবিসাসের সভাপতি সাঈদ হাসান বলেন, ‘এই প্রশিক্ষণ আমাদের সাংবাদিকদেরকে জার্নালিজমের হাতেখড়ি শিক্ষা দিয়েছে এবং তাদেরকে আরও দক্ষ করে গড়ে তোলার প্র‍্যাক্টিক্যাল শিক্ষা দেয়া হয়েছে। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)- এর প্রতি এবং মহাপরিচালক ফারুক ওয়াসিফ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ শুভেচ্ছা জানিয়ে বলেন, সারাদেশের আন্দোলনে কুবিসাসের অবদান অনন্য। তারা যে কোনো সংগ্রামে ব্রিগেড জেনারেলের মতো লড়েছে এবং ঢাল হয়ে থেকেছে। এই অবস্থান যেন নষ্ট না হয় এবং সাংবাদিক মানেই বিশেষ সুবিধাভোগী-এ ধারণা যেন আর না ফেরে।

তিনি গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, সৎ সাংবাদিকরাই পারে ভালো দেশ গড়তে। এজন্য সেল্ফ লার্নিং জরুরি, কার লেখা বা শিরোনাম ভালো তা দেখে শেখা ও পড়াশোনা চালিয়ে যাওয়া প্রয়োজন। একজনের রিপোর্টিংয়ের এঙ্গেল অন্যজনের চেয়ে ভিন্ন হতে পারে, তবে সেটাই আসল পরিচয় নির্ধারণ করে না। 

রবার্ট ও অরুন্ধতী রায়ের মতো লেখকদের অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, প্রশিক্ষণ সঠিকভাবে কাজে না লাগালে তা হারিয়ে যাবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ফিরছেন কুমার বিশ্বজিৎ
শর্তসাপেক্ষে অভিনয়ে ফিরবেন আশীষ বিদ্যার্থী
মুক্তি পেল অজয় দেবের ‘ফেরারী পাখি’
তিতাস নদীর মাছ; একাল-সেকাল
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাংবাদিক হত্যা: সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের
সাংবাদিক হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন
ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ নিন্দা ২০২ শিক্ষকের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft