প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ১২:৫৬ পিএম

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে গলাকেটে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা এগারোটায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মহিবুল্লাহ হারুন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ,প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো হাফিজুর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু,মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা প্রমুখ। মানববন্ধন অনুষ্ঠান পরিচালনা করেন মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. তাপস, মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি ইত্তেজা মনির।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে। এ ছাড়াও ওইদিন মনেয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে আঘাত করে আহত করা হয়।
বক্তারা অবিলম্বে সকল খুনিদের আইনের আওতায় আনা সহ যতো দ্রুত সম্ভব বিচারের দাবী জানান।এ ছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য সরকারকে কঠোর ভাবে দমনের অনুরোধ জানান।
আজকালের খবর/বিএস