বিপ্লবীদের প্রতিবাদী স্লোগান—আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার: ইবি ভিসি
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:৪৭ পিএম
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘‘সেইদিন বলেছিল— কোটা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা না পেয়ে রাজাকাররা পাবে? তখন ছড়িয়ে পড়ে আন্দোলন। এরপরে হঠাৎ রাতে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাবি হল থেকে বের হয়ে ‌‘আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিতে দেখা যায়। এগুলো হলো বিপ্লবীদের প্রতিবাদী স্লোগান। সেই (নারী) তোমাদেরকে স্যালুট জানাই।’’

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টায় জুলাই বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক নারী হলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৫’ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘‘শিক্ষার্থীদের উপস্থাপিত নাটিকাটি ক্রিয়েটিভ এবং চমৎকার হয়েছে। অনেকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করে, আমি বলি ফ্যাসিস্ট শেখ হাসিনা। জুলাই বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আশরাফ এই হলের নামকরণ করেছে ‘জুলাই ৩৬’, যে হল পূর্বে ফ্যাসিস্ট হাসিনার নামেই ছিল।’’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার পরিকল্পনা— মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বাছাই পূর্বক স্কলারশিপের ব্যবস্থা করব। নারী অংশগ্রহণে টেকসই উন্নয়ন সাধনে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। পরিশ্রমীরা দেশে-বিদেশে নেতৃত্ব দিচ্ছে, তোমাদের থেকেও সেই ধরনের নেতৃত্ব গড়ে উঠুক।’

অনুষ্ঠানে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। 

এ সময় নাটিকা পরিবেশন, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর ডিবেটর, নাটিকায় অংশগ্রহণকারী, পূর্বে ডিন অ্যাওয়ার্ডপ্রাপ্ত ওই হলের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাইসা আমিন লস্কর।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স
সচিবালয়ে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা
জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে
১২ মাসে সরকারের ১২ সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব
গেরিলা প্রশিক্ষণ: গ্রেপ্তার দেখানো হলো সুমাইয়া জাফরিনকে, চাওয়া হবে রিমান্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
একসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে বদলি
শুক্রবার মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘জলরঙ’
দেবীদ্বারে তিন দফায় বিএনপির বিজয় মিছিল
বিগত তিন নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের খুঁজছে পিবিআই
ক্ষমতায় থাকা পর্যন্ত আর্থিক খাত সংস্কার করে যাব: অর্থ উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft