প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৪:০৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধী রাজাকার-আল বদর, গণহত্যাকারীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বামপন্থী প্রগতিশীল শিক্ষার্থীরা। এ সময় তাদের এ মশাল মিছিলকে লক্ষ করে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয় সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় বটতলা থেকে মিছিল শুরু হয় এবং আবাসিক হল প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ এবং পুস্তালিকা দহনের মাধ্যমে শেষ হয় মশাল মিছিল। মিছিলের বামপন্থি প্রগতিশীল শিক্ষার্থীরা ‘জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; আমার সোনার বাংলায়, রাজাকারের মুহূর্তে নাই; ৭১ হারিনি, ২৪ শে হারবো না’ স্লোগান দেন।
মিছিলটি বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করার সময় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। এ সময় তাদের লক্ষ্য করে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি এবং গালাগালি শুরু করে। শিক্ষার্থীদের অভিযোগ বাম ছাত্র সংগঠনগুলো উসকানিমূলক স্লোগান দেওয়ার কারণে এমনটা ঘটেছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ জাহিদুল ইসলাম ইমন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ন্যাক্কারজনক এবং বাংলাদেশর ইতিহাসে অপমানজনক ঘটনা ঘটেছে। সেখানে বাংলাদেশের স্বীকৃত কয়েকজন রাজাকারকে হিরো হিসেবে দেখানো হয়েছে। আমরা মশাল মিছিল করে এর তীব্র নিন্দা জানাই।
আজকালের খবর/ওআর