এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৫৬ পিএম
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ঘোষিত এই স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। দলে ফিরেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। গত ২৬ জুলাই আসরের সূচি প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশের গ্রুপপর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল, দুই গ্রুপে ভাগ হয়ে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’-এর ছয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছে অভিজ্ঞ ও তরুণদের মিশেল। ওপেনার হিসেবে রয়েছেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন ও সৌম্য সরকার। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, শান্ত, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী মিরাজ ও শেখ মেহেদী রয়েছেন।

স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও মেহেদী মিরাজ। পেস বিভাগে রয়েছে বিস্তৃত ঘর, যার নেতৃত্বে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। সঙ্গে আছেন শরীফুল, তানজিম সাকিব, খালেদ আহমেদ ও নবাগত নাহিদ রানা।

উইকেটকিপার হিসেবে দলে আছেন অধিনায়ক লিটন দাস ছাড়াও নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন।

বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

এই স্কোয়াড থেকে মূল চূড়ান্ত দল নির্ধারিত হবে প্রস্তুতি ও ফর্ম পর্যালোচনার পর। তরুণদের জন্য এটি একটি বড় সুযোগ, আর অভিজ্ঞদের জন্য নিজেকে আবারও প্রমাণ করার মঞ্চ।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত
দেশের মানুষ পরিবর্তন চায়: তারেক রহমান
দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
গৌরব গাঁথায় ১২ শহীদের উপজেলা দেবীদ্বারে
রামুতে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জুলাইয়ে হামলার উসকানিদাতা হয়েও বিচারের বাইরে জাবির দুই শিক্ষক
বরিশালের গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ চট্টগ্রামে মারা গেছেন
সাজিদ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল ইবি, রাবি ও ঢাবি
হুট করে বাড়লো পেঁয়াজ ও ডিমের দাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft