হুট করে বাড়লো পেঁয়াজ ও ডিমের দাম
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ২:৩৫ পিএম
বাজারে আচমকা বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা ও ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বেড়েছে। এতে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে আর ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা দরে।

গত শুক্রবারও ৬০ থেকে ৬৫ টাকা ছিল পেঁয়াজের কেজি আর একসপ্তাহ আগে ১২৫ থেকে ১৩০ টাকার মধ্যে ছিল ডিমের ডজন।

বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে পণ্য দুটির।

পাইকারি পেঁয়াজ বিক্রেতারা বলছেন, পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়ে আসছে। এরমধ্যে কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘ্ন ঘটেছে। ফলে এর প্রভাব পড়েছে বাজারে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জুবায়ের আলী বলেন, কয়েকদিন আগে পাইকারিতে প্রতি পাল্লা পেঁয়াজ ২৫০ টাকায় বিক্রি হয়েছে। এখন ৩২০ টাকায় বিক্রি করছি।

তিনি জানান, উৎপাদন এলাকায় পেঁয়াজের দাম কয়েক দিনে বেড়েছে। পাবনা, ফরিদপুর এলাকার মোকামে প্রতিমণ পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা বেড়েছে।

এদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দামে দেখা গেছে, গত এক মাসের ব্যবধানে পেঁয়াজের দর ৩০ শতাংশ বেড়েছে।

ব্যবসায়ীরা আরও জানান, গত একমাসে দুই দফা পেঁয়াজের দাম বাড়লো। এর আগে ৫০ টাকার মধ্যে ছিল পণ্যটি। যা একদফা বেড়ে ৬০ টাকায় আসে।

অন্যদিকে, পেঁয়াজের মতো ফার্মের মুরগির ডিমের দামও একমাসে দুই দফা বেড়েছে। প্রায় দুই মাস ১২০ টাকা ছিল। এখন ১৩৫ থেকে ১৪০ টাকা।

সেগুণবাগিচা বাজারে গিয়ে দেখা যায়, প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর যেসব বড় দোকানে শুধু ডিম বিক্রি হয়, তারা ১৩৫ টাকা দরে বিক্রি করছে।

সিনহা এন্টারপ্রাইজের শরীফ হোসেন বলেন, পাইকারিতে ১০০ লাল ডিম ১০৪০ টাকা কেনা পড়েছে সোমবার সকালে। আগে ৮৫০-৯১০ টাকা কিনতাম।এদিকে, সাদা ডিম প্রতি ডজন ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে, তবে এসব ডিমের চাহিদা লাল ডিমের চেয়ে কম।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মিয়ানমার সীমান্তে বাঁশ কুরুল সংগ্রহে গিয়ে পা হারালো উপজাতি নারী
জুলাইয়ে হামলার উসকানিদাতা হয়েও বিচারের বাইরে জাবির দুই শিক্ষক
নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই দাঁড়িয়ে আছে : সচিব
হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা
দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ফরেনসিক রিপোর্ট
৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেবেন প্রধান উপদেষ্টা
বাস-সিএজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৫
এনসিপির ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা
বাউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম শমশের আলীর ইন্তেকালে গভীর শোক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft