প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ২:৩৬ পিএম

দু’দিন আগে বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি করেন তার বন্ধু। অবশ্য একদিন পরই পারিবারিকভাবে সমাধানের পর অভিযোগ তুলে নেওয়ার কথা জানা গেছে।তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।
সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে।’অবশ্য বন্ধুকে মারধর করার বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন তাসকিন। ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানিয়েছিলেন এই টাইগার পেসার। বৃহস্পতিবার (৩১ জুলাই) বগুড়াতে একটি শো-রুম উদ্বোধনে গিয়েছিলেন তাসকিন। সেখানে এই ইস্যুতে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়।
জবাবে তিনি বলেন, ‘যে বিষয়টি ঘটেছে, তা আসলে কিছুটা দুঃখজনক। আমি আসলে কখনো এমনটা আশা করিনি, কারণ ওরা আমার ছোটবেলার বন্ধু ছিল।’তাসকিন আরও বলেন, ‘এই ঘটনা থেকে আমার ভক্তরা এবং আগামী প্রজন্ম একটি জিনিস শিখতে পারবে যে, বন্ধুত্ব নির্বাচনে কতটা সতর্ক থাকতে হয়। ছোটবেলার বন্ধু হলেই যে সে আপনার শুভাকাঙ্ক্ষী হবে, এমন কোনো কথা নেই।’
আজকালের খবর/ এমকে