প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৪:৪০ পিএম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশ। গোপন অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. বক্কর প্যাদা (৪৫) কে গ্রেপ্তার করে গৌরনদী মডেল থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার দক্ষিন কটকস্থল গ্রামের পৈত্রিক বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
মামলার সূত্র ধরে জানা যায়, যৌতুকের দাবিতে তার স্ত্রীকে শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টা চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মো. বক্কর প্যাদা (৪৫)। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় ২০২৪ সালের ১৫ অক্টোবর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল আদালত।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, বিশ্বস্ত গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে আমরা রবিবার দুপুরে আসামির পৈত্রিক বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
পরবর্তীতে গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. বক্কর প্যাদা কে বিজ্ঞ আদালতের মাধ্যমে বরিশাল জেলা কেন্দ্রীয় জেল হাজতে পাঠানো হয়।
আজকালের খবর/ওআর