শফি মণ্ডলের ‘আরশিনগর’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:২৯ পিএম
আধ্যাত্মিক ও ভাবসংগীতের ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠ শফি মণ্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হলেন। 
‘খুঁজতে গেলি আরশিনগর একলা কেন সন্ধ্যারাতে/ বুঝি না তোর আসল চলন, সুর বেঁধেছিস কোন ধারাতে’-এমন কথামালায় ‘আরশিনগর’ শিরোনামে গানটির বাণী রচনা করেছেন ড. তপন বাগচী এবং তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা, সংগীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। 

৩১ জুলাই গানচিল ফোক-এর ইউটিউব চ্যানেলে এটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে।

গানটি সম্পর্কে শফি মণ্ডল বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তারই পরম্পরায় ড. তপন বাগচী লেখা গানটি করলাম। হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার সুর আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তার গান আমি আগেও করেছি। বিশেষ করে এই গানটির ভেতরে একটি তৃষ্ণার্ত জিজ্ঞাসা পাবেন শ্রোতারা, যা তাদের মনকে আপন ঠিকানা সন্ধানে উন্মুখ রাখবে বলে বিশ্বাস করি।’

গীতিকার তপন বাগচী বলেন, ‘এই সময়ের বাউলগানের শ্রেষ্ঠ-পুরুষ শফি মণ্ডলের কণ্ঠে আমার লেখা শোভা পাবে, এ আমার ভাবনারও অতীত। হাবিব মোস্তফার সুরে বাউলের ঢংটি সুপ্রযুক্ত হয়েছে। গানটি শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য হলেই আমি ধন্য হবো।’ 

গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, ‘আশা করছি, বরাবরের মতো শফি মণ্ডলের শ্রোতাভক্তরা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।’

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক, অনুমতি নেই প্রবেশের
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ
জামায়াত আমিরের শারীরিক অবস্থার আরও উন্নতি
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের
ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জুলাইয়ে হামলার উসকানিদাতা হয়েও বিচারের বাইরে জাবির দুই শিক্ষক
মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর ৫ দফা দাবি
বরিশালের গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
বরগুনায় হাতকড়া খুলে পলাতক আসামিকে গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft