আরাধ্যকে জয় করলেন শাহরুখ খান
আনন্দমেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:১১ পিএম
শাহরুখ খান, এক দীর্ঘ প্রতীক্ষার পর তার হাতে উঠতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার! তিন দশক ধরে শাসন করে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিকে। কত কত অভিনেতা এলো-গেলো, কিন্তু ‘কিং খান’ তার এই খেতাবকে ঠিকই এখনও রেখেছেন জাগ্রত। কেউ এই মুকুট এখন পর্যন্ত কেড়ে নিতে পারেনি। অথচ অধরা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৩৩ বছরের ক্যারিয়ারে অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। তার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শুক্রবার (১ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

‘দিওয়ানা’ সিনেমার মধ্যে দিয়ে ১৯৯২ সালে অভিষেক হয় শাহরুখ খানের। তার ক্যারিয়ারে রয়েছে ‘বাজিগর’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘বীর-জারা’, ‘চাক দে ইন্ডিয়া’, মা’ই নেম ইজ খান’-এর মতো সিনেমা। ২০২৩ সালে মুক্তি পেয়েছে তার তিনটি সিনেমা-‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’। তিনটি সিনেমাই ব্লকবাস্টার। প্রায় হারিয়ে যেতে যাওয়া শাহরুখ ফিরে এসেছিলেন রাজার মতো।

বর্তমানে এই অভিনেতা ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। বলা হচ্ছে, এটি হতে চলেছে তার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা। সিনেমায় অভিনয় করছেন তার মেয়ে সুহানাও। ২০২৬ সালে মুক্তি পাবে এটি।

অন্যদিকে বিক্রান্ত ম্যাসিও প্রথমব আরের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে তার ‘টুয়েলভথ ফেল’ সিনেমা পাচ্ছে সেরা সিনেমার পুরস্কার।

এছাড়া, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি। ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঁঠাল। দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত সেন।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাস-সিএজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৫
মোংলায় শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ
তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত ফের বন্যার শঙ্কা
৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেবেন প্রধান উপদেষ্টা
এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৫ অথবা ৮ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা
পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হয়নি
গাজীপুর সিটির উন্নয়ন-পরিকল্পনা নিয়ে মতবিনিময় করছেন বিএনপি নেতা এলিস
ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ফরেনসিক রিপোর্ট
কমলো এলপি গ্যাসের দাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft