প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:২৮ পিএম

বরগুনায় হাতকড়া খুলে পুলিশ হেফাজত থেকে পলাতক আসামিকে ২৪ ঘন্টা পরে গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ এমন তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসেন।
গতকাল রবিবার বিকেলে আদালত থেকে জেল হাজতে পাঠানোর সময় তার হাত থেক হাতকড়া খুলে পালিয়ে যাওয়া ২৪ ঘন্টা পরে আজ সোমবার তাকে বরগুনার ক্রোক এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া বরগুনা সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস.আই) সোহেল রানা।
ঘটনা সূত্রে জানা যায়, রবিবার পারিবারিক মামলার আসামি আল আমিনকে কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেয়ার সময় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হাতকড়া খুলে পালিয়ে যান। পলাতক আসামির নাম আল আমিন বরগুনার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে প্রথম স্ত্রী বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে পারিবারিক ডিক্রি মোকদ্দমা করে ২০১৮ সালে। পারিবারিক আদালত আল আমিনের বিরুদ্ধে ডিক্রীদানের নির্দেশ দেয়া। আল আমিন আদালতের আদেশের বিপরীতে পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রবিবার বরগুনা পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বরগুনা সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। রবিবার বিকেলে পৌনে চারটার সময় আসামিদের কারাগারে নেয়ার সময় জজ কোর্টের প্রধান ফটকের সামনে থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় হ্যান্ডকাফ হাতের ভিতর থেকে বের করে পালিয়ে যায়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসেন বলেন, আসামি রবিবার পালিয়ে যাওয়ার পরে কোর্ট পুলিশের পক্ষ থেকে আমিরুল ইসলাম বাদি হয়ে বরগুনা সদর থানায় মামলা করেন। মামলার একদিন পরে তাকে বরগুনার ক্রোক এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
আজকালের খবর/ওআর