বরগুনায় হাতকড়া খুলে পলাতক আসামিকে গ্রেপ্তার
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:২৮ পিএম
বরগুনায় হাতকড়া খুলে পুলিশ হেফাজত থেকে পলাতক আসামিকে ২৪ ঘন্টা পরে গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ এমন তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসেন।
 
গতকাল রবিবার বিকেলে আদালত থেকে জেল হাজতে পাঠানোর সময় তার হাত থেক হাতকড়া খুলে পালিয়ে যাওয়া ২৪ ঘন্টা পরে আজ সোমবার তাকে বরগুনার ক্রোক এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া  বরগুনা সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস.আই) সোহেল রানা।

ঘটনা সূত্রে জানা যায়, রবিবার পারিবারিক মামলার আসামি আল আমিনকে কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেয়ার সময় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হাতকড়া খুলে পালিয়ে যান। পলাতক আসামির নাম আল আমিন বরগুনার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে প্রথম স্ত্রী বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে পারিবারিক ডিক্রি মোকদ্দমা করে ২০১৮ সালে। পারিবারিক আদালত আল আমিনের বিরুদ্ধে ডিক্রীদানের নির্দেশ দেয়া। আল আমিন আদালতের আদেশের বিপরীতে পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রবিবার বরগুনা পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বরগুনা সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। রবিবার বিকেলে পৌনে চারটার সময় আসামিদের কারাগারে নেয়ার সময় জজ কোর্টের প্রধান ফটকের সামনে থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় হ্যান্ডকাফ হাতের ভিতর থেকে বের করে পালিয়ে যায়। 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসেন বলেন, আসামি রবিবার পালিয়ে যাওয়ার পরে কোর্ট পুলিশের পক্ষ থেকে আমিরুল ইসলাম বাদি হয়ে বরগুনা সদর থানায় মামলা করেন। মামলার একদিন পরে তাকে বরগুনার ক্রোক এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত
দেশের মানুষ পরিবর্তন চায়: তারেক রহমান
দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
গৌরব গাঁথায় ১২ শহীদের উপজেলা দেবীদ্বারে
রামুতে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জুলাইয়ে হামলার উসকানিদাতা হয়েও বিচারের বাইরে জাবির দুই শিক্ষক
বরিশালের গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ চট্টগ্রামে মারা গেছেন
সাজিদ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল ইবি, রাবি ও ঢাবি
হুট করে বাড়লো পেঁয়াজ ও ডিমের দাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft