‘বরবাদ’ নির্মাতার বিরুদ্ধে দোয়েলের অভিযোগ
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:১৩ পিএম
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি তুলনামূলক ব্যবসাও করে। এবার সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেবার অভিযোগ তুলেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। 

‘বরবাদ’ সিনেমায় অভিনয় না করলেও ইধিকা পালের কিছু অংশের ডাবিং করেছেন দোয়েল। এই ডাবিংয়ের পারিশ্রমিক দেননি পরিচালক, এমনটা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

দিলরুরা দোয়েল বলেন, ‘আমাকে হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন ইমার্জেন্সি ইধিকা পালের চরিত্রের ডাবিংটা একটু করে দিতে হবে। না হলে তারা নাকি সেন্সর করাতে পারছিলেন না। আমি বলছিলাম স্পট পেমেন্ট করতে। এরপর আমি ডাবিং করলেও পয়সা পাইনি। ডাবিং করার পর আমি কয়েকবার ফোন করেছি পরিচালককে, তিনি আমার ফোন ধরেননি।’ 

দোয়েল আরো বলেন, ‘টাকাটা কোনো ইস্যু না কিন্তু প্রেস্টিজটা তো থাকল না। উনারা এত বড় ছবি বানায়, এত গলাবাজি করে, তাহলে উনারাই অভিনয়, নির্মাণ ডাবিং সবকিছু করুক। আমাদের দরকার কি? সবচেয়ে দুঃখজনক হচ্ছে হৃদয়ের এডিরা এমন আচরণ করেছেন মনে হয় ওরা একেকজন হলিউড থেকে আসছে।

এরাই নাকি আবার বাজার লিড করছে। আমার আসলে হাসি পায়। উনারা যেহেতু বড় ডিরেক্টর নিজেকে ভাবছে, ২০-২৫ কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে- কিন্তু উনারা দেশের শিল্পীদের পয়সা দিতে পারবে না। আবার রাত ১২টায় ফোন করে বলতে পারবে তাদের কাজটা করে দিতেই হবে।’ 

এ বিষয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমি জানতামই না যে, এই রকম একটা আর্টিস্টের পেমেন্ট আটকে আছে। আর উনি যদি আমাকে ফোন দিয়ে থাকেন, আসলে অনেক সময় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে ধরা হয় না। উনার নাম্বার আমার কাছে নাই। হয়তো ব্যস্ততার জন্য ফোন ধরা হয়নি। উনি যদি একটা টেক্সট করে রাখতেন তাহলে হয়তো কথা বলতাম। আর উনার সঙ্গে আমি কনটাক্ট করিনি।’ 

এই নির্মাতা আরো বলেন, ‘ওই ভদ্রমহিলার সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়নি। আর এই সিনেমায় আমার এডি ছিল বাংলাদেশ থেকে আজাদ ভাই। আর বাকি এডিরা সবাই ইন্ডিয়ান। আমি এসব বিষয়ে কিছুই জানি না।’ 

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাস-সিএজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৫
মোংলায় শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ
তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত ফের বন্যার শঙ্কা
৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেবেন প্রধান উপদেষ্টা
এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৫ অথবা ৮ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা
পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হয়নি
গাজীপুর সিটির উন্নয়ন-পরিকল্পনা নিয়ে মতবিনিময় করছেন বিএনপি নেতা এলিস
ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ফরেনসিক রিপোর্ট
কমলো এলপি গ্যাসের দাম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft