জামায়াত আমিরের শারীরিক অবস্থার আরও উন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১১:০৪ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সব ঠিক থাকলে আজ তাকে সিআইসিইউ (কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তার ব্যক্তিগত চিকিৎসক এবং ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, জামায়াত আমিরের সার্বিক অবস্থা উন্নতির দিকে। আজকে সবকিছু ভালো থাকলে সিআইসিইউ থেকে কেবিনে শিফট করা হতে পারে, ইনশাআল্লাহ।

খালিদুজ্জামান আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমিরের পূর্ণ বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাই কেবিনেও সাক্ষাৎকার বা ব্যক্তিগত সাক্ষাৎ একেবারেই নিষিদ্ধ। 

দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে হাসপাতালে না এসে দুয়ারে দুয়ারে দোয়ার দরখাস্ত রইলো।

এর আগে, গত ৩ আগস্ট সকালে ডা. শফিকুর রহমানের অবস্থা উন্নতি হওয়ায় তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়। একইদিন দুপুরে তিনি নিজে খাবার গ্রহণ করেন। 

চিকিৎসকদের ভাষ্য, তার সব ক্লিনিকাল প্যারামিটার এখন স্বাভাবিক রয়েছে।

এদিকে, দলের শীর্ষ নেতার সুস্থতার এই অগ্রগতিতে জামায়াতসহ বিভিন্ন মহলে স্বস্তি ফিরে এসেছে। নেতাকর্মীরা দেশবাসীর কাছে তার দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাইমুমের পরিবেশনার মধ্য দিয়ে শুরু ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক, অনুমতি নেই প্রবেশের
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’-এর ৫ দফা দাবি
বরিশালের গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
বরগুনায় হাতকড়া খুলে পলাতক আসামিকে গ্রেপ্তার
গৌরব গাঁথায় ১২ শহীদের উপজেলা দেবীদ্বারে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft