প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:০৬ পিএম

জাতীয় সংসদের ১৫৯ নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সোমবার দুপুরে ঢাকায় নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজ মাঠে প্রথম, দুপুর সোয়া ২টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দ্বিতীয় এবং একই দিন বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ২০০৯ সালে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন।
আজকালের খবর/ওআর