প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:২৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর আন্দোলনে হামলায় উস্কানিদাতা শিক্ষকদের অধিকতর তদন্তে জাবিতে সাক্ষ্য আহ্বান করেছে তদন্ত কমিটি।
সোমবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই ২০২৪ রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত রবীন্দ্রনাথ হল, ১৫ জুলাই সন্ধ্যা ৭টায় ১০ নম্বর হলসংলগ্ন এলাকা ও রাত ১২টায় উপাচার্যের বাসভবনে, এবং ১৭ জুলাই দুপুর ৩টায় প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের ওপর সংঘটিত হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অধিকতর তদন্তের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ ৫। ক. (২) ধারা অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ঘটনায় দায়ীদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়ন করা হবে। কমিটির কার্যক্রম নির্বিঘ্ন করতে উপরের ঘটনাসমূহের প্রত্যক্ষদর্শী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৭ জুলাই ২০২৫-এর মধ্যে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, নৃশংস এ হামলার দীর্ঘ এক বছর হয়ে গেলেও পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আসছিল শিক্ষার্থীরা।
আজকালের খবর/ওআর