জাবিতে আন্দোলনে হামলার উস্কানিদাতা শিক্ষকদের তদন্তে সাক্ষ্য আহ্বান
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:২৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জুলাই মাসে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর আন্দোলনে হামলায় উস্কানিদাতা শিক্ষকদের অধিকতর তদন্তে জাবিতে সাক্ষ্য আহ্বান করেছে তদন্ত কমিটি। 

সোমবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই ২০২৪ রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত রবীন্দ্রনাথ হল, ১৫ জুলাই সন্ধ্যা ৭টায় ১০ নম্বর হলসংলগ্ন এলাকা ও রাত ১২টায় উপাচার্যের বাসভবনে, এবং ১৭ জুলাই দুপুর ৩টায় প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের ওপর সংঘটিত হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অধিকতর তদন্তের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ ৫। ক. (২) ধারা অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ঘটনায় দায়ীদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়ন করা হবে। কমিটির কার্যক্রম নির্বিঘ্ন করতে উপরের ঘটনাসমূহের প্রত্যক্ষদর্শী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৭ জুলাই ২০২৫-এর মধ্যে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, নৃশংস এ হামলার দীর্ঘ এক বছর হয়ে গেলেও পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আসছিল শিক্ষার্থীরা।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
সচিবালয়ে হামলা-ভাঙচুর, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
প্রিজনভ্যানে অঝোরে কাঁদলেন পলক
অবশেষে অনলাইনে এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত
পীরগাছায় জাল দলিলে অসহায় প্রতিবন্ধীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলা-সারিয়াকান্দিতে ধানের শীষ মানেই আহসানুল তৈয়ব জাকির
দেবীদ্বারে সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারী গ্রেপ্তার
আজিম উদ্দিন কলেজের অভ্যন্তরে নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা এলিস
দেবীদ্বারের মাহতাবের জ্ঞান ফেরেনি এখনো, শরীরের ৭০ শতাংশ পোড়া
দেবীদ্বারে বিষধর সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft