দেবীদ্বারের মাহতাবের জ্ঞান ফেরেনি এখনো, শরীরের ৭০ শতাংশ পোড়া
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৩:৫৫ পিএম
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটির ৭ম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূইয়া বার্ন ইনিস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকরা তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ার কথা জানিয়েছেন। 

মাহতাব রহমান ভূইয়া (১৩) কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূইয়া বাড়ির মিনহাজুর রহমান ভূইয়ার একমাত্র ছেলে। তারা উত্তরায় একটি বাসায় থাকেন। 

পরিবার সূত্রে জানা গেছে, বাবার সঙ্গে স্কুলে যাতায়াত করত মাহতাব। স্কুল ছুটির ১০-১৫ মিনিট আগে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ওই স্কুলের অনেক শিক্ষক-শিক্ষার্থী হতাহত হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকেন। এ সময় মাহতাব রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিউইতে নেওয়া হয়। 

আবুল খায়ের নামের মাহতাবের গ্রামের বাড়ির এক প্রতিবেশি জানান, চিকিৎসকরা জানিয়েছেন মাহতাবের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। এখনো জ্ঞান ফেরেনি। মাহতাব বাবা-মায়ের একমাত্র ছেলে। আল্লাহ যেন ছেলেটিকে সুস্থ করে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেন। 

মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূইয়া সাংবাদিকদের বলেন, আমার একটা মাত্র ছেলে। সে এখন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাবা হয়ে আমি কিছুই করতে পারছি না, বলে ডুকরে কেঁদে উঠেন মিনহাজ ভূইয়া। কাঁদতে কাঁদতে তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন মাহতাবের শরীরের প্রায় অর্ধেকের বেশি পুড়ে গেছে। আল্লাহ যেন আমার একমাত্র ছেলের জীবন ভিক্ষা দেয়, দেশবাসীর কাছে দোয়া চাই। 

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ঘটনায় পাইলটসহ এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
সচিবালয়ে হামলা-ভাঙচুর, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
প্রিজনভ্যানে অঝোরে কাঁদলেন পলক
অবশেষে অনলাইনে এসিসির সভায় যোগ দিচ্ছে ভারত
পীরগাছায় জাল দলিলে অসহায় প্রতিবন্ধীর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সোনাতলা-সারিয়াকান্দিতে ধানের শীষ মানেই আহসানুল তৈয়ব জাকির
দেবীদ্বারে সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারী গ্রেপ্তার
আজিম উদ্দিন কলেজের অভ্যন্তরে নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা এলিস
দেবীদ্বারের মাহতাবের জ্ঞান ফেরেনি এখনো, শরীরের ৭০ শতাংশ পোড়া
দেবীদ্বারে বিষধর সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft