প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৭:৪০ পিএম

জুলাই-আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মহফিল আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (১৯ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মহফিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান, যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান রোজেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাইয়ে শহীদের যে ত্যাগ, তা কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। আমরা আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের শহীদের কবরের আজাব মাফ করে দেয় এবং যারা আহত হয়েছেন এবং পঙ্গুত্ত্ব বরণ করেছেন তাদের আশু সুস্থতা কামনা করছি।
আজকালের খবর/ওআর