প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১১:৪৪ পিএম

রংপুরের পীরগাছায় এক অসহায় প্রতিবন্ধীর জমি জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। শুধু জমি দখল করেই খ্যান্ত নয়, জমির প্রকৃত মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। জাল দলিলে জমি দখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটেছে উপজেলার অনন্তরাম মাছুয়া পাড়া গ্রামে। বুধবার ২৩ জুলাই দুপুরে পীরগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগীর পরিবার।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী আব্দুল মান্নান বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া তার সোয়া ৫ শতক জমি দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি করে জোরপূর্বক দখল করে রেখেছেন, প্রতিবেশী মৃত- আব্দুর রউফ মিয়ার ছেলে এরশাদ মিয়া ও খোরশেদ আলম।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী আব্দুল মান্নান মিঞা উল্লেখ করেন,অনুমান-১৫ বছর থেকে জোরপূর্বক জমিটি ভোগ দখল করে রেখেছেন এরশাদ ও খোরশেদ।
তিনি আরও জানান, একাধিকবার গ্রাম্য সালিসের মাধ্যমে বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করলেও দখলদাররা দখল ছাড়তে নারাজ। সর্বশেষ (১৭জুলাই) সকালে জমিতে গেলে দখলদাররা তাকে গালিগালাজ করাসহ খুন করে লাশ গুম করার ভয় ভীতি দেখান।
ভুক্তভোগী অনন্তরাম এলাকার মৃত গেলনা গেন্দুলা মিয়ার ছেলে আব্দুল মান্নান মিঞা জানান, আমি গত ১৮ জুলাই পীরগাছা থানায় লিখিত অভিযোগ করেছি।
অভিযুক্ত এরশাদ মিয়ার মোবাইল ফোনে একাধিক বার কল করেও তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ থানায় এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তির প্রতি এই ধরণের আচরণে অনেকেই নিন্দা প্রকাশ করেছেন। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আজকালের খবর/ এমকে