দেবীদ্বারে সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারী গ্রেপ্তার
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:০৩ পিএম
কুমিল্লার দেবীদ্বারে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল ও ছাব্বির হত্যা মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটায় কোম্পানীগঞ্জ ইটভাটায় ইট কেনার সময় তাকে পুলিশ আটক করে।

জিয়া হাজারী (৩৫) দেবীদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের হাজারী বাড়ির মৃত মো. হাবিবুর রহমান হাজারীর ছেলে। সে পৌর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। 

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার পৌর সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক (বাদশা) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অপরদিকে, ৫ আগস্ট উল্লসীত জনতা দেবীদ্বার থানা ঘেড়াউ করতে গিয়ে পুলিশের গুলিতে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির (১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমিনুল ইসলাম সাব্বির পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর হোসেনের পুত্র।

গ্রেফতার হওয়া সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারী জানান, আমি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত নই, তবে আজই জানলাম আমার বিরুদ্ধে দু’টি হত্যা মামলা হয়েছে।

এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ একটি ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়া হাজারী, রুবেল এবং ছাব্বির হত্যা মামলার এজহার নামীয় আসামি।

আজকালের খবর/ওআর









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ত্রাণ নিতে যাওয়া এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা
ঢাকায় পৌঁছেছে চীনের চিকিৎসক প্রতিনিধি দল
২৯ জুলাই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা: উল্লেখযোগ্য ছাড় পাওয়ার আশায় ঢাকা
পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর যা বললেন লিটন
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত: সামরিক শক্তিতে এগিয়ে কে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর
৪৯ আরোহী নিয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত
মাইলস্টোনে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
নতুন বেতন কমিশন গঠন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft