প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ২:০৯ পিএম

গাজীপুর শহরের ঐতিহ্যবাহী কাজী আজিম উদ্দিন কলেজের অভ্যন্তরে নতুন রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) এই উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা করেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এবং কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া এবং কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য মো. কামরুজ্জামান শামীম,গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন তারেক। এ সময় কলেজের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মেহেদী হাসান এলিস বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিগ্রস্ত শাসনের কারণে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বারবার অবহেলিত হয়েছে। কিন্তু আমরা এই কলেজের হারানো গৌরব ফিরিয়ে আনার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি। পরিবেশবান্ধব উন্নয়নের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, এই কলেজকে প্রাণচঞ্চল ও মানসম্মত শিক্ষার একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করবো।
তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং শিক্ষার পরিবেশকে অগ্রাধিকার দিতে হবে।
এই কলেজের প্রাক্তন ছাত্রনেতা মাজহারুল ইসলাম (কাঞ্চন) বলেন, কাজী আজিম উদ্দিন কলেজ গাজীপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা যুগের পর যুগ ধরে হাজারো শিক্ষার্থীর জ্ঞানের বাতিঘর হিসেবে ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, বর্তমান উদ্যোগের ধারাবাহিকতায় কলেজটি আগামীতেও গাজীপুরের শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব বজায় রাখবে।
আজকালের খবর/বিএস