প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:০৫ পিএম

জামায়াতে ইসলামী একটি প্রতারক দল, তারা একাত্তরে প্রতারণা করেছে, অন্যথায় ৩০ লাখ মানুষকে জীবন দিতে হতো না। তারা মা বোনদের ধরে ধরে পাকিস্তানি সেনাদের কাছে দিয়েছে। তারা প্রতারণা না করলে দেশ স্বাধীন হতে নয় মাস লাগতো না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বরগুনায় শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কৃষক দলের আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এজেড এম সালেহ ফারুক, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাষ্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন প্রমুখ।
বক্তারা বলেন, কিছু দল মিলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে, তারা নির্বাচন চায়না, নির্বাচন হলে বিএনপি ২ শত ৮০টি আসন পাবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারেক রহমানের নামে কটুক্তি করছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান মানছু। সঞ্চালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক রেজবুল হক রেজবি।
আজকালের খবর/ওআর