চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১২:০৯ এএম
রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছেন এক যুবক- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু মারমা শুক্রবার রাত ১০ টার দিকে বলেন, ভিডিওটি দেখার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে। কলাবাগান বাস টার্মিনালের অদূরের ঘটনা এটি। যেটি ধানমন্ডি থানার আওতাধীন। এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেননি। এরপরও আমরা তদন্তের কাজ শুরু করেছি। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের পর গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক এক যুবককে চাপাতি হতে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। একপর্যায়ে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ছিনতাইকারী। ওই সময় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই যেতে দেখা যায় ছিনতাইকারীকে। 

ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশকিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার তাকিয়ে দেখছিলেন।

ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পাংশায় জুলাই স্মরণে ও মাদকমুক্ত সমাজ গঠনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু
বিশেষ ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি: রেলপথ মন্ত্রণালয়
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক
গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে কারফিউয়ের মধ্যে অভিযান, আটক ৪৫
জামায়াত একাত্তরে প্রতারণা করেছে: বরগুনায় বিএনপি
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৪৭৫ জন
ফিরে দেখা-১৮ জুলাই: একটি রক্তাক্ত দিন
আজকের আবহাওয়া কেমন থাকবে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft