প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:২৭ পিএম

গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনার প্রতিবাদে বিবৃতি প্রকাশ করেছে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি।
বিবৃতিতে বলা হয়েছে, আজ বুধবার গোপালগঞ্জে নাহিদ-আখতার, হাসনাত-সারজিস-তাসনিম জারাদের ওপর খুনী হাসিনার লেলিয়ে দেওয়া আওয়ামী লীগ নামধারী একদল সন্ত্রাসী যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। এই হামলা উদ্দেশ্য প্রণোদিত, কাপুরুষোচিত এবং ফ্যাসিবাদী মানসিকতার নগ্ন প্রকাশ।
বিবৃতিতে আরো বলা হয়েছে, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণকারী তরুণদের ওপর হামলা মানে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের ওপর হামলা, মুক্তিকামী জনগণের ওপর হামলা। এই ঘটনাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে দেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজকে আহ্বান জানাই— এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলুন। আমরা আহ্বান জানাচ্ছি, এই ঘটনার প্রতিবাদে আগামীকাল গোপালগঞ্জে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশের আয়োজন হোক।
আজকালের খবর/ওআর